পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २७é ) নিকট দিয়া যাইতেছিলেন। তাছার ব্রাহ্মণোচিত বেশ দর্শনে যথম সেনানী তাহাকে চিকিৎসক মনে করিলেন এবং নিকটে আহবান করিয়া রোগের ব্যবস্থা জিজ্ঞাসা করিলেন। কৃষ্ণদেব আগাঙ্গেকে এই জুযোগে যমালয়ে প্রেরণ করিবার অভিপ্রায়ে ভাবের জল ব্যবস্থা করিলেন । আগারেজ পৈত্তিক জরে আক্রান্ত হইয়াছিলেন ; সুতরাং অপক নারিকেলের জল তাহার পক্ষে অমৃতফল প্রসব করিল এবং তিনি অচিরে রোগমুক্ত হইয়া কৃতজ্ঞতা স্বরূপ বিদ্যাবাগীশের ভবন ৱক্ষা করিলেন ।