পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজবল্লভ সলিল শয্যায় কি কারণে মীরকাসেমের সহিত ইংরেজদিগের भन्नाभानिछ ংঘটিত হইয়াছিল এক্ষণে তাহা বিবৃত হইবে। আরঙ্গজেবের সহিত ইংরেজ দিগের যে সন্ধি হইয়াছিল তাহাতে স্থিরীকৃত হয় যে, বার্ষিক তিন সহস্র মুদ্র প্রদান করিলেই, ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি বাঙ্গালার নবাবের অধিকার মধ্যে বিনা শুল্কে বাণিজ্য করিতে পারিবেন ; এবং কলিকাতা কেন্সিলের প্রেসিডেণ্ট কর্তৃক স্বাক্ষরিত দস্তক প্রদর্শন করিলে, নবাবের কৰ্ম্মচারিগণ ঐ দস্তক-সংবলিত পণ্যদ্রব্যের উপর কোন শুল্কের দাবি করিতে পারিবেন না । একমাত্র কোম্পানির পণ্য দ্রব্যই এই সন্ধির অন্তভূত ছিল । পলাশীর যুদ্ধের পর ইংরেজদিগের প্রতিপত্তি বৃদ্ধিপ্রাপ্ত হইলে, কোম্পানির কৰ্ম্মচারিগণ স্ব স্ব মূলধন দ্বার স্বতন্ত্রভাবে বাণিজ্য করিতে প্রবৃত্ত হন। ক্লাইবের এদেশে অবস্থানকালে, ঐ কৰ্ম্মচারিগণ স্বকীয় পণ্যদ্রব্যের উপর নিৰ্দ্ধারিত হারে গুস্ক প্রদান করিতে কোন আপত্তি করেন নাই । কিন্তু তাহার এদেশ পরিত্যাগের অব্যবহিত পরেই মীরকাসেম বাঙ্গালার সিংহাসন অধিকার করেন, এবং সঙ্গে সঙ্গে ইংরেজ কৰ্ম্মচারিগণ বিনা শুন্ধে স্বকীয় ব্যবসায় চালাইবার সংকল্প করেন। এক্ষণে র্তাহাদের স্পৰ্দ্ধা এতদূর বৃদ্ধিপ্রাপ্ত হইল যে, কোম্পানির গোমস্তাগণ যেখানে সেখানে কোম্পানির নিশান উড়াইয়া দেশীয় বণিক ও রাজ কৰ্ম্মচারিগণের প্রতি অত্যাচার করিতে প্রবৃত্ত হইল, এবং যে কোন ইংরেজ দন্তক স্বাক্ষর করিয়া মাহাকে তাহাকে বিনাগুদ্ধে