পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २७v ) ভান্সিটার্ট সাহেব মুঙ্গের পরিত্যাগ করিলে, নবাব তাহাকে পূৰ্ব্বোক্ত প্রস্তাব কোন্সিলে উপস্থিত করিবার অবসর না দিয়াই, উভয় বণিকৃ সম্প্রদায় হইতে সমভাবে শতকরা ৯ টাকা শুস্ক সংগ্ৰহ করিবার মৰ্ম্মে আদেশ প্রচার করিলেন। ইংরেজ বণিকৃগণ ঐ গুস্ক প্রদান করিতে অসম্মত হইল এবং যে কোন রাজকৰ্ম্মচারী নবাবের আদেশ অনুসারে ইংরেজ বণিকের নিকট হইতে ঐ শুল্ক সংগ্রহের চেষ্টা করিল, ইংরেজগণ তাহাকেই কারারুদ্ধ করিলেন । নবাব উপায়াম্ভর না দেখিয়া পণ্যদ্রব্যের উপর শুল্ক লওয়ার প্রথা একেবারে রহিত করিয়া দিলেন । ইতিমধ্যে ভান্সিটাট সাহেব তাহার অঙ্গীকৃত প্রস্তাব কোন্সিলে উপস্থিত করিলে, সদ্ধস্যগণ উত্তেজিত হইয়া স্থির করিল যে, ইংরেজ বণিকৃগণ নবাবকে কিছুই দিবেন না, কিন্তু র্তাহাকে দেশীয় বণিক সম্প্রদায় হইতে পূৰ্ব্ব নিয়মানুসারে শুল্ক সংগ্ৰছ করিতেই হইবে । ১৭৬৩ খ্রীষ্টাব্দের এপ্রিল মাসে অমিয়ট ও হে সাহেব কোন্সলের এই সিদ্ধাস্তু জ্ঞাপন করিবার নিমিত্ত নবাব দরবারে উপস্থিত হইলেন। নবাব অগত্য এই প্রস্তাবে সম্মত হইবেন প্রকাশ করিয়া, ইংরেজ কুঠার অধ্যক্ষগণ কর্তৃক কারারুদ্ধ রাজকৰ্ম্মচারিগণের মুক্তির জামিন স্বরূপ, হে সাহেবকে মুস্কেরে আবদ্ধ করিলেন এবং অমিয়ট সাহেবকে কলিকাতায় প্রস্থান করিবার অনুমতি প্রদান করিলেন। এক্ষণে সকলেই মনে করিল যে, অচিরে সমস্ত গোলযোগের মীমাংসা হইবে, কিন্তু পাটনার কুঠীর অধ্যক্ষের হঠকারিতায় শাস্তির সস্তাবনা পণ্ড হইয়া গেল (১) এই অধক্ষের নাম এলিস সাহেব। ১৭৬৩ খ্ৰীষ্টাব্দের জুন মাসের ২৩শে তারিখে তিনি ইংরেজ সিপাহি লইয়া হঠাৎ পাটনা নগরী অব (>) English Translation of Sair Motakharin, Vol. II. pages 458 to 466 and pages 468 to 474.