পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২৩৯ ) রোধ করিলেন। মীর কাসেম এক্ষণে স্পষ্ট বুঝিতে পারিলেন যে, ইংরেজদিগের সহিত তাহার যুদ্ধ সংঘটন অনিবাৰ্য্য হইয়া দাড়াইয়াছে। অমিয়ট সাহেব কিয়ংকাল পূৰ্ব্বে মুঙ্গের পরিত্যাগ পূৰ্ব্বক কলিকাতা অভিমুখে যাত্রা করিয়াছিলেন। নবাব তাহাকে ধৃত করিবার নিমিত্ত অগোঁণে সৈন্ত প্রেরণ করিলেন । নবাব-সৈন্তগণ কাসিম বাজারের সন্নিকটে অমিয়ট সাহেবকে স্থত করিবার উদ্যোগ করিলে, তিনি আত্মরক্ষার্থ চেষ্টা করিতে যাইয়া তাছাদের হস্তে নিধন প্রাপ্ত হইলেন। পাটনা নগরী এলিস সাহেব কর্তৃক অবরুদ্ধ হইলে, তথাকার অধিবাসিগণ কর্তব্য স্থির করিতে না পারিয়া কিয়ৎকাল নিশ্চেষ্ট থাকে, এবং এই অবসরে তিনি উস্থা হস্তগত করিয়া ফেলেন। পরদিবস নগরের মুসলমান অধিবাসিগণ দলবদ্ধ হইয়। ইংরেজ সেনার বিরুদ্ধে ধাবমান হইল এবং অবিলম্বে তাহাদিগকে পরাভূত করিয়া নগরীর পুনরুদ্ধার সাধন করিল। এই উপলক্ষে বহুসংখ্যক ইংরেজ-সেন। নিহত এবং হতাবশিষ্ট্রগণ কারারুদ্ধ হইল (২) । অমিয়ট সাহেবের নিধন-বৃত্তান্ত কলিকাতায় পৌছিলে তথাকার ইংরেজ সম্প্রদায় সাতিশয় উত্তেজিত হইয়া উঠিলেন। অবিলম্বে কুষ্ঠব্যাধিগ্রস্ত মীরজাফরকে পুনরায় বাঙ্গাল, বিহার ও উড়িষ্যার নবাৰ বলিয়া ঘোষণা করা হইল এবং ইংরেজবাহিনী তাছাকে লইয়। মুরশিদাবাদের দিকে অগ্রসর হইল। ইংরেজ সেনা কাটোয়ার নিকটবন্তী হইলে, মীরকাসেমের সেনাগণ তাহদের সহিত সংঘর্ষ উপস্থিত করিয়া পরাজিত হইল। ক্রমে ইংরেজ সেনা মুরশিদাবাদ ও মতিঝিল হস্তগত করিয়া, গিরীয়ার প্রাস্তরে মীরকাসেমের সৈন্যগণের সহিত পুনরায় যুদ্ধারস্তু করিল। এ স্থলেও মীরকালেমের সৈন্যগণ ইংরেজ (*) English Translation of Sair Motakharin, Vol. II, pages 474 to 476.