পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २8० ) সেনার বেগ সহ করিতে ন পারিয়া দ্রুতপদে উদয়নালার দিকে প্রস্থান করিল (১)। তৎকালে মীরকাসেম মুঙ্গেরের দুর্গে অবস্থান করিতেছিলেন। ইতিপূৰ্ব্বে র্তাহার আদেশে রাজবল্লভ, কৃষ্ণদাস, রামনারায়ণ, উমেদরায়, ফতেচাদ, বুনিয়াদ সিংহ, জগৎশেঠ মহাতাপচাদ এবং মহারাজ স্বরূপচাদ প্রভৃতি রাজ্যের প্রধান প্রধান ব্যক্তিগণ ঐ দুর্গমধ্যে কারারুদ্ধ হইয়া ছিলেন। গিরীয়ার দুর্ঘটনা কর্ণগোচর হইলে মীরকাসেম নিরতিশয় হতাশ হইলেন। ইংরেজদিগের সহিত বিরোধ আরম্ভ করিয়া তিনি উদয়নাল নামক স্থান সুরক্ষিত করিয়াছিলেন, এবং রোটসের দুর্গ সংস্কার করিয়া তথায় পরিবারবর্গ ও ধনসম্পত্তি প্রেরণ করিয়াছিলেন। পাশ্চাত্য প্রণালীতে সৈন্যগণকে শিক্ষা প্রদান করিয়া মীরকাসেম আশা করিয়াছিলেন যে, তদীয় সুশিক্ষিত সৈন্যের সমক্ষে ইংরেজ সেনা তিষ্ঠিতে সক্ষম হইবে না। এক্ষণে বিপরীত ফল দর্শনে তাহার সন্দিগ্ধচিত্ত সন্দেহে অধিকতর পরিদোলায়মান হইল। অবিলম্বে তিনি ক্রীত দাস দাসীগণকে মুক্তি প্রদান করিলেন এবং মুঙ্গের পরিত্যাগ পূৰ্ব্বক উদয়নালায় আশ্রয় গ্রহণ করিতে কৃতসংকল্প হইয়), ভাদ্রমাসের অমাবস্ত! তিথিতে যাত্রার দিন নিৰ্দ্ধারণ করিলেন (১) । এক স্থান হইতে স্থানান্তরে গমন করিতে হইলে মীরকাসেম সাধারণতঃ রজনীর অন্ধকারের আশ্রয় গ্রন্থণ করিতেন। যে রজনীতে মুঙ্গের পরিত্যাগ করিবেন বলিয়া স্থির করিয়াছিলেন, ঐ দিবস অপরাহ্লে তিনি হঠাৎ দরবার গৃহে সমাগত হইলেন । ঐ সময় বর্ষামুলভ জলদজাল (») English Translation of Sair Motakharin, Vol. II. pages 477 to 479 and pages 481 to 490. (>) Do, pages 490, 491, 492, and 493.