পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(: oce ) উন্নীত হন। ইতিহাসজ্ঞ পাঠক মাত্রেই অবগত আছেন যে, নাওয়ার বিভাগ হইতে শাসন বিভাগ সম্পূর্ণ বিভিন্ন। অতএব new government পদ দ্বারা রাজবল্লভকে লক্ষ্য করা যাইতে পারে না। ইয়ার্ট সাহেব এমন কথা বলেন নাই যে, মুরাদ আলির শাসন সময় পূৰ্ব্ব বঙ্গে যে অবস্থা হইয়াছিল তাহা স্মরণ করিলে হৃদয় বিদীর্ণ হয়। পূৰ্ব্বে বলা হইয়াছে, মুরাদ আলির শাসন-কর্তৃত্ব-বিলোপ হওয়ার অন্ততঃ চতুর্দশ বৎসর পরে, অর্থাৎ ১৭৫৪ খৃষ্টাব্দে, বোজরগ উমেদপুর পরগণা আগাবাথরের বিদ্রোহ নিবন্ধন বাজেয়াপ্ত হইয়। রাজবল্লভের হস্তগত হইয়াছিল, এবং ঐ সময় নিবাইস মহম্মদ ঢাকার শাসন-কর্তৃপদে নিযুক্ত ছিলেন । নিবাহস মহম্মদের শাসনকালে রাজবল্লভ কি অবস্থায় কাল যাপন করিয়াছেন, তাহা কৈলাস বাবু নিজেই ১২৮৯ সনের বান্ধব পত্রিকার ৭৭ পৃষ্ঠায় নিম্নলিখিতরূপে বর্ণনা করিয়াছেন,—

  • নিবাইস মহম্মদ রাজবল্লভকে পূৰ্ব্বপদে স্থিরতর রাখিয়াছিলেন, কিন্তু র্তাহার অত্যাচারের লাঘব হইয়াছিল। রাজবল্লভ কিছুকাল বিড়াল তপস্বীর দ্যায় কালযাপন করিয়াছিলেন । অনন্তর নিবাইস মহম্মদ পর

লোক গমন করিলে * * * ।” অতএব দেখা যাইতেছে যে, যে সময় রাজ বল্লভের অত্যাচারের লাঘব হইয়াছিল, এবং তিনি অন্ততঃ প্রকাণ্ড্যে সদ্ব্যবহার করিতেছিলেন, তখনই বোজরগ উমেদপুর পরগণ র্তাহার হস্তগত হইয়াছিল। কৈলাস বাবু নিজেই স্বীকার করিতেছেন যে, ভাটি প্রদেশস্থ বোজরগ উমেদপুর পরগণাই রাজবল্লভের প্রথম ভূসম্পত্তি, অতএব পূৰ্ব্বোক্ত অবস্থা পৰ্য্যালোচনা দ্বারা সিদ্ধান্ত হইতেছে যে, মুরাদ আলির সময় রাজবল্লভ কোন জমিদারীই সঞ্চয় করেন নাই এবং কোন জমিদারেরই সৰ্ব্বনাশ সাধন করেন নাই। রাজদ্রোহীর সম্পত্তি বাজেয়াপ্ত করা অত্যাচার বলিয়া পরিগণিত হইতে পারে না । উক্ত অপরাধে মুসভ্য ইংরেজ শাসনেও অপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত হইয়া থাকে ।