পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २१० ) করিলেন, কিন্তু কেহই বনে বস্ত গ্রহণ করিতে অগ্রসর হইল না । অগত্য রাজনগর ও কাৰ্ত্তিকপুর পরগণা ১৭৮৮ খৃষ্টাব্দে কোম্পানির খাস দখলে রহিল। পূৰ্ব্ব বৎসর অপেক্ষ এবৎসর প্রজাগণ হইতে অনেক কম টাক। করম্বরূপ সংগৃহীত হইল, সুতরাং রাজস্বও তদনুসারে অধিক বাকি পড়িল । এক্ষণে উপায়ান্তর অভাবে, রাজনগর পরগণার উপর ৮৯৩৪ টাকা এবং কাৰ্ত্তিকপুর পরগণার উপর ১৩৭৯১ টাকা মিনাহ দিয়া, কোম্পানি ১৭৮৯ সনের নিমিত্ত রাজবল্লভের উত্তর পুরুষ গণের সহিত উভয় পরগণাই বন্দোবস্ত করিলেন (১) । টম্সন্ সাহেব ১৭৯০ খৃষ্টাব্দে বাটোয়ার কাৰ্য্যে প্রবৃত্ত হইয়া, ১৭৯২ খৃষ্টাব্দের ২রা মে তারিখে কাৰ্য্য শেষ করেন। এই সময় জমিদারীর অধিকাংশ স্থল জঙ্গলাবৃত ছিল ; সুতরাং তিনি পরগণার ভূমি বিভাগ না করিয়া, দেয় রাজস্ব এবং প্রাপ্য কর সমান পাচ অংশে বিভক্ত করিয়া দেন। তৎকালে বোজরগ উমেদপুর পরগণার বার্ষিক স্থিত ২৩০৪০৬\ টাকা নিৰ্দ্ধারিত হইয়াছিল। টম্স সাহেব উক্ত স্থিতের হারাহারী ধরিয়া ঐ পরগণার বাৰ্ষিক দেয় রাজস্বের পরিমাণ ১৮৭১০৭l/• আন ধাৰ্য্য করেন। রাজবল্লভের উত্তরপুরুষগণ এই গুরুতর রাজস্ব প্রদান করিতে প্রথমতঃ অস্বীকৃত হইয়াছিলেন ; কিন্তু টমসন সাহেব তাহদিগকে কারাগারে নিক্ষেপ করিয়া কয়েক দিবস পর্য্যন্ত অনশন অবস্থায় রাখিয়া দেন। অগত্য র্তাহারা নিতান্ত নিরুপায় হইয়া উক্ত রাজস্ব প্রদান করিবার মৰ্ম্মে তাহুত স্বাক্ষর করিয়া নিস্কৃতি লাভ করেন (২) । টমসন সাহেবের নিদ্ধারিত জমা দশ-সনা বন্দোবস্তেও স্থিরতর রহিল। রাজবল্লভের উত্তাধিকারিগণ এই গুরুতর রাজস্ব প্রদান করিতে (>) History of Backergunge by Beveridge, pages 399 to 401. ( R. Do, pages 399 - 4o1. -