পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २१> ) অক্ষম হইলেন, এবং ১৭৯৬ খৃষ্টাব্দে বাকি রাজশ্বের দায়ে জমিদারী নীলাম হইয়া গেল। একমাত্র গুরুতর রাজস্বভারই তাহাদের এই সৰ্ব্বনাশের কারণ হইয়াছিল (১) । রামদাসের দত্তক-পুত্র কেবলকৃষ্ণ সেনের কালীশঙ্কব ও ভৈরব চন্দ্র নামে দুই পুত্র জন্মে। কালীশঙ্কর নিঃসন্তান পরলোক গমন করেন। ভৈরবচন্দ্রের একমাত্র পুত্র রাজকুমার সেন এক অপ্রাপ্তবয়স্ক পুত্র বর্তমান রাখিয়া অল্পকাল হইল কালগ্রাসে পতিত হইয়াছেন । রতনকৃষ্ণের দত্তক-পুত্র রাজনারায়ণের কালীকিশোর ও হুরকিশোর নামে দুই পুত্র বিদ্যমান ছিলেন। কালীকিশোরের পুত্র তারাপ্রসন্ন এবং হরপ্রসন্ন অদ্যপি জীবিত আছেন। হরকিশোরের দুই পুত্র চন্দ্রকিশোর ও বিপিন চন্দ্র । বিপিন চন্দ্র নিঃসন্তান পরলোক গমন করিয়াছেন । চন্দ্রকিশোর বাবু আগরতলা রাজসরকারে বিচারকের কার্য্যে প্রতিষ্ঠিত আছেন । কৃষ্ণদাসের জ্যেষ্ঠ পুত্র রাজকৃষ্ণের শিবচন্দ্র, মাধবচন্দ্র এবং ঈশ্বরচন্দ্র নামে তিন পুত্র ছিলেন। মাধব ও ঈশ্বরের বংশ বিলুপ্ত হইয়াছে। শিবচন্ত্রের একমাত্র প্রপৌত্র রাজেন্দ্রভূষণ জীবিত আছেন। কৃষ্ণদাসের দ্বিতীয় পুত্র প্রাণকৃষ্ণ, কাশীচন্দ্র নামে একমাত্র পুত্র বিদ্যমান রাখিয় পরলোক গমন করেন। কাশীচন্দ্রের পুত্র প্রতাপচন্দ্র এক্ষণে জীবিত আছেন। প্রতাপ বাবু যৌবন অতিক্রম করিয়া প্রৌঢ়ে পদার্পণ করিয়াছেন। রাজবল্লভের উত্তর পুরুষগণ মধ্যে ইনিই পূৰ্ব্বপুরুষগণের গৌরব রক্ষা করিতে সমধিক যত্নশীল। - কৃষ্ণদাসের তৃতীয় পুত্র হৃদয়ঙ্ককের রামকুমার, নীল রতন এবং রতনচন্দ্র নামে তিন পুত্র জন্মে। রামকুমার ও রতনচন্দ্র নিঃসন্তান (3) History of Backergunge by Beveridge, pages 60, 62,63 and 96. २२