পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( >8 ) রাজা লক্ষ্মী নারায়ণ (৩) দেবাদি ব্রাহ্মণ, সেবা করে নিরস্তর। যার কৃপাবলে, রাজত্ব-পদ পেলে, আসিয়ে ধরণীপর ॥ সিংহ-দরজ্বার, নকসা চমৎকার, দেখিয়ে হয় যে শঙ্কা । (যেমন) সমুদ্র মাঝারে, রাজা লঙ্কেশ্বরে, স্বজিল কনক লঙ্কা ॥ যেমনি রামায়ণে শুনেছি শ্রবণে, প্রত্যক্ষ তা দেখাইল । তেমি মত সব, রাজা রাজবল্লভ, বিলদাওনীয়া দীপ্তি কৈল ॥ রাবণ ঢলর রাবণ ঠসর রাবণ প্রতাপ সব । রাবণ জিনিয়া দিগ্বিজয়ী হৈয়া মহারাজ রাজবল্লভ | সুবে বাঙ্গালায়, সুবে উড়িষ্যায়, সুবে বৰ্দ্ধমান বিহার । নেপাল মথুরা, কর্ণাট ত্রিপুর, এমন কীৰ্ত্তি নাহি আর ॥ জানি কোন শাপে -- জরাসন্ধ ভূপে জন্মিল রাজনগর মাঝ । (১) লক্ষ্মীনারায়ণ নামক চক্র “রাজলক্ষীনারায়ণ” এই নামে অভিহিত হইয়। থাকেন।