পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৬ ) দেখ দেখ ভাইরে, রাজনগরের হল কি দুর্দশা । কল্পে মঙ্গরাজের কীর্টি নিবৃত্তি কীৰ্ত্তিনাশা। ( যেমন ) নলরাজা মহাতেজ পাপাশ্রিত হল । দুষ্ট কলি ধেয়ে, প্রবেশিয়ে রাজ্যভ্রষ্ঠ কৈল ॥ হল তদাকার, ধরাপর, কলুষ প্রবল । নৈলে সাগরনগরে, কি নদী করে, হয়ে এত খল । যাকে ভবাণবে, এমি ভাবে বিধি হয়রে বাম । ( তাকে ) এরূপে কি, দেখ দেখি, করয়ে নিনাম ॥ ( যেমন ) চন্দ্রধর, প্রতিকর, মনসা বিবাদি । এনে কালীদহে, করে তাহে, উনশত নদী ॥ করে মহার্ণব, ডিঙ্গ সব ভাসাল মনসা । মহারাজার রাদি কীৰ্বির হ’ল কীৰ্ত্তি নাশ ॥ " ( হায়রে ) দারুণ বিধি, বুঝি নদী রূপে কাল হইয়া"। "