পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( רכ ) কৈল অসময়, কি খণ্ড প্রলয়, রাজনগর ভাঙ্গিয় ॥ নাহি ভারতবর্ষে, বাঙ্গালা দেশে এমনি কীৰ্ত্তি আর । সেই ) সোণার নগর কীৰ্ত্তিসাগর, কল্পে কি ছারখার ॥ ওসব ) দেখিয়ে লোকে মনের দুঃখে বলে হায় রে হায় । কল্লেম কি জন্ত, অর্জিত বিত্ত নদী লইয়া যায়। অমি) কলরব, অসম্ভব কইল নগরে । কেহ কোলের ছেলিয়া বিত্ত ফেলিয়া সরিয়! যাইতে নারে ॥ ক্ষুদ্র তালুকদাররা বিত্ত হার হ’ল হতজ্ঞান । বলে জীবনে সাধ কি ভবে, কিসের বেমান। কেহ বলে ভাই, কি হইল রে, এই ছিল কি লেখা । বুঝি এই রাজ্যে আর, কার সঙ্গে কার, না হইবে দেখা ॥ নদীর বেগ অতি, রাজ্য প্রতি, কি হল আক্রোশ । যাচ্ছে মহারঙ্গে, রাজ্য ভেঙ্গে, মধ্যে দিয়ে চোস ॥ । লোকে কোথা যাবে কি করিবে হয়ে সশঙ্কিত । (হায়রে ) কিবা দশা, কীৰ্ত্তিনাশা, কল্পে আচম্বিত ॥ এমন চমৎকার, কীৰ্ত্তি আর হবেনা ভুবনে । এমন সোণার নগর, কীৰ্ত্তিসাগর পাব কোন স্থানে ॥ কত দেশ বিদেশী, লোক আসি দেখে বলে হায় । নদী কি তরঙ্গে কীৰ্ত্তি ভেঙ্গে রাজ্য লয়ে যায়।