পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २० ) কেহ যায় রে হাসেরকাদি (১) কেহ মিলগায় (২) । কেহ কেহ পাত না দিয়ে বসে দিন কাটায়। বলে নদী নিরে (৩) একবার ফিরে যায় ॥ ভট্ট জয়চন্দ্রের এই নিবেদন শুন সৰ্ব্বজন । কাছার জিলায় ভূমিকম্পে এরূপ করয়। তাতে হয়েছে এক আশ্চর্য্য প্রলয় ॥ জানলেম বিধিকৃত কৰ্ম্ম যত খণ্ডন না যায়। যা হবার তা হয়ে গেছে আমার কি উপায়। এরূপ মান্ত আমি পাব আর কোথায় ॥ (৪) (১২) গ্রামের নাম (७) “किन - - (৪) ভট্টকবির এই কবিতার স্থানে স্থানে যষ্টিভঙ্গ হইয়াছে এবং স্থানে স্থানে Rহট্ট প্রদেশীয় শব্দের প্রয়োগ আছে। - ভট্টকবিগণ যখন স্বরসংযোগে এই কবিতার আবৃত্তি করেন, তখন ঐ সমস্ত দোষ লক্ষ্য হয় না ।