পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( so ) বিমল পিতৃ-রাজ্য পরিত্যাগপূর্বক রাঢ়দেশে আগমন করেন (১)। বিমলের পুত্র বিনায়ক, বিনায়ক সেনের পুত্র ধন্বন্তরি, ধন্বন্তরির পুত্র গাণ্ডেয়ী, গাণ্ডেয়ার পুত্র হিঙ্গু (২) এবং হিঙ্গুর পুত্র বলভদ্র সেন । অনিরুদ্র নামে (৩) বলভদ্রের এক পুত্র জন্মে। অনিরুদ্রের পুত্র অর্জুন, অৰ্জুনের পুত্র বাচস্পতি, বাচস্পতির পুত্র হৃষীকেশ, হৃষীকেশের পুত্র গোবিন্দ এবং গোবিন্দের পুত্র বেদগৰ্ভ-সেন। বেদগৰ্ভ-সেন প্রথমতঃ যশোহর জিলার অন্তর্গত ইতন নামক গ্রামে বাস করিতেন ; তিনি একদ ব্রহ্মপুত্র স্নান উপলক্ষে বিক্রমপুরের অন্তর্গত "বিলদাওনিয়া’ গ্রামে উপস্থিত হন (৪)। এই সময় সুপ্রসিদ্ধ নওপাড়ার চৌধুরী বংশের দেওয়ান সত্যমন্ত দাশ ঐ গ্রামে বাস করিতেন। বেদগৰ্ভ-সেন সত্যমন্ত দাশের এক কন্যার রূপ-লাবণ্যে মোহিত হইয় তাহার পাণিগ্রহণ করতঃ শ্বশুরালয়ে স্থায়িভাবে অবস্থান করিতে থাকেন। কালক্রমে ঐ মহিলার গৰ্ত্তে বেদগর্ভে-সেনের নীলকণ্ঠ ও শ্রীকৃষ্ণ-নামে দুই পুত্র জন্মগ্রহণ করেন। নীলকণ্ঠ-সেন পৈত্রিক আলয় পরিত্যাগপূৰ্ব্বক সমীপবৰ্ত্তী জপসাগ্রামে আবাস সংস্থাপন করেন। ঐ গ্রামস্থ সুপ্রসিদ্ধ ‘রায় বংশীয় বৈদ্য জমিদারগণ নীলকণ্ঠের উত্তর পুরুষ। নীলকণ্ঠের বংশে অনেক মুকবি জন্ম গ্রহণ (১) ভরতমল্লিকের মতে কমলই রাঢ়দেশে আগমন করিয়াছিল। কিন্তু কণ্ঠহারের মত এই যে,— সেন ভূমাবতুং রাজা ধন্বন্তরিকুলোদ্ভব। শ্ৰীহৰ্ষস্তস্য তনয়ঃ কমলে বিমলস্তথা, পিতৃরাজ্যেহভিষিক্তোভুৎ-কমলে বিমলঃ পুনঃ। কুলচ্ছত্র মুপদায় রাঢ় দেশমুপাগতঃ। কণ্ঠহারকৃত কুলপঞ্জিকা । (২) হিন্ধু রাঢ়দেশ পরিত্যাগ করিয়া সেনহাটা নামক স্থানে আগমন করেন। (৩) অনিরুদ্র সেন সেনহাটা পরিত্যাগ করিয়া ইতনা নামক গ্রামে বাস করিতে षाएकन । - (৪) কাহারে মতে তিনি পাঠাভ্যাস নিমিত্ত আগমন করেন।