পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २8 ) ধনিরাম, রাজবল্লভ ও রামরাম। এই পুত্ৰগণ মধ্যে প্রাণলল্লভ ও রামবল্লভ বাল্যাবস্থায় কালগ্রাসে পতিত হন। সুপ্রসিদ্ধ রায় মৃত্যুঞ্জয়, রাজারামের পুত্র। কৃষ্ণজীবনের পঞ্চম পুত্র রাজবল্লভ বাঙ্গাল দেশের রাজনৈতিক ক্ষেত্রে প্রসিদ্ধি লাভ করিয়া গিয়াছেন। এই পুস্তকে এই রাজবল্লভ সেনের জীবন বৃত্তান্ত আলোচনা করা হইবে। রাজা শ্রীহর্ষের দ্বিতীয় পুত্র বিমল সেন যদিও কৌলীন্ত-মৰ্য্যাদা লাভ করিয়া বাঙ্গালা দেশে আগমন করিয়াছিলেন, তথাপি তাহার উত্তরপুরুষগণমধ্যে কেহ কেহ ঐ সন্মান হইতে বঞ্চিত হইয়াছেন। বিক্রমপুর বৈদ্য সমাজে বেদগৰ্ত্ত সেনের বংশধরগণ মধ্যম শ্রেণীতে অবস্থিত আছেন (১)। (১) খ্ৰীযুক্ত বাবু কৈলাসচন্দ্র সিংহ ১২৮৯ সনের বান্ধব পত্রিকায় ৭৯ পৃষ্ঠায় লিখিয়াছেন, “ডাক্তার বকনন মালদহ অবস্থান কালে শুনিতে পান যে রাজবল্লভ ও তদ্বংশধরগণ আপনাদিগকে বল্লাল বংশজ বলিয়া পরিচয় দিয়া থাকেন । তিনি এই বাক্যের সত্যসত্য নির্ণয় করিবার জন্য ১৮০৯ খৃষ্টাব্দে সুবর্ণগ্রামে পদার্পণ করেন। সেই সময় পুর্ববঙ্গের প্রধান পণ্ডিতগণ তাহার নিকট বলিয়াছিলেন যে, ত্রিপুরা ও মণিপুরের রাজগণ চন্দ্রবংশজ এই উক্তি যেরূপ হাস্যজনক ও অকৰ্ম্মণ্য, রাজবল্লভ ও উপহার সন্তান সস্তুতির উক্তিও তদ্রুপই বটে ।” রাজবল্লভ ও তাহার বংশধরগণ যে বল্লাল বংশজ বলিয়া আত্ম-পরিচয় দিয়া থাকেন, আমরা তাহা এই প্রথম জ্ঞাত হইলাম । রাজবল্লভের উত্তর পুরুষগণ বৈদ্যসমাজে রাজা শ্ৰীহর্ষের বংশধর বলিয়াই আত্মপরিচয় দিয়া থাকেন। যে সমস্ত বৈদ্যসন্তান আপনাদিগকে বল্লাল বংশজ বলিয়া পরিচয় প্রদান করেন, তাহদের স্থান বৈদ্যসমাজের অতি নিম্নস্তরে অবস্থিত । অতএব রাজবল্লভ ও তাহার বংশধরগণের বল্লাল বংশজ বলিয়া আত্মপরিচয় দিয়া সমাজের উচ্চ স্থান হইতে নিম্ন স্থানে যাইতে অভিলাষ কর। কখনও সম্ভবপর নহে। বকনন সাহেব এই বৃত্তাস্ত মালদহে অবগত হইলেন এবং সুবর্ণগ্রামে ঐ উক্তির সত্যতা পরীক্ষা করিলেন । রাজবল্লভের জন্মস্থান বিক্রমপুর হইতে ঐ উভয় স্থানই হুদূরবত্তী। স্বতরাং উক্ত কোন স্থলেই রাজবল্লভ ও তাহার বংশধরগণের আভিজাত্য সম্বন্ধে আত্মপরিচয়ের উক্তি কিংবা ঐ উক্তির সত্যতা পরীক্ষা সম্ভবপর হইতে পারে না। কেন্দলপ্রিয় রমণীগণের স্থায় গালাগালি দিবার উদ্দেষ্ঠে কৈলাস বাবু রাজবল্লভসংক্রান্ত প্রবন্ধে অনেক কল্পিত কথার অবতারণা করিয়াছেন। এইরূপ উক্তি প্রচার করিবার পূর্বে বিক্রমপুর বৈদ্যসমাজে তৎসম্বন্ধে কৈলাসবাবুর অনুসন্ধান লওয়া একান্ত কৰ্ত্তব্য ছিল।