পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩১ )* কাটরার সম্মুখভাগে মীরজুমলা দুই সুবৃহৎ কামান সংস্থাপন করিয়াছিলেন । বৰ্ত্তমান সময় ঐ কামানদ্বয়ের মধ্যে একটি কামান ঢাকার চকবাজারে অবস্থিত আছে (১)। পাগলা ও টঙ্গির ইষ্টক নিৰ্ম্মিত সেতু এই শাসনকৰ্ত্তার প্রযত্নে সংস্থাপিত হুইয়াছিল (২) । ইদ্রাকপুরের দুর্গের ভগ্নাবশেষ এখনও বৰ্ত্তমান আছে। বিক্রমপুরের অন্তর্গত মুন্সিগঞ্জ মহকুমার ভার-প্রাপ্ত কৰ্ম্মচারীর আবাস-গৃহ ঐ দুর্গের একাংশ মাত্র (৩) । ১৬৬২ খৃষ্টাব্দে মারজুমলা লোকান্তর গমন করিলে সুপ্রসিদ্ধ সায়েস্তা গী বাঙ্গালার নাজিমী পদ লাভ করেন। তিনি ১৬৭৭ খৃষ্টাব্দে পদত্যাগ করেন ও তৎপদে হাজি সফি গ নিযুক্ত হন (৪)। হাজি সফি খাঁ অতি অল্পকাল শাসনদণ্ড পরিচালনা করিলে, সম্রাট আরঙ্গজেবের পুত্র মহম্মদ আজিম ঐ পদে অভিষিক্ত হইয়। ১৬৭৯ খৃষ্টাব্দ পৰ্য্যন্ত নাজিমী কাৰ্য্য নিৰ্ব্বাহ করেন। অনন্তর সায়েস্তা খাঁ পুনরায় মাজিমী পদে নিযুক্ত হন। মহম্মদ আজিম “লালবাগ” নামক প্রাসাদের ভিত্তি সংস্থাপন করিয়াছিলেন, সায়েস্তা খা উহার প্রায় সমাপন করেন (৫) । সায়েস্তা খাঁর তনয় পর বিবি মহম্মদ আজিমের ধৰ্ম্মপত্নী ছিলেন। ঢাকা নগরীতে এই মহিলা পরলোক গমন করিলে, সায়েস্তা খাঁ তদীয় সমাধিস্থলে এক মসজিদ নিৰ্ম্মাণ করেন। লালবাগ প্রাসাদের একাংশে অদ্যাপি ঐ মসজিদ বিদ্যমান আছে (৬)। এই শাসনকৰ্ত্তার সময় ঢাকা নগরী উত্তরে টঙ্গী পৰ্য্যন্ত বিস্তৃত হইয়াছিল (৭) । সায়েস্তা খাঁ অতি (3) Hunter's Statistical Account of Dacca, Page 121. (२) ᎠᎴ. Page 121. (9) Do Page 121. (8) Stewart's History of Bengal,. Page 191 (e) Hunter's Statistical Account of Dacca, Pages 66 & 67. (e) Do Page 66 & 67. (4) Do Page 121.