পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৩ ) চাকলে জাহাঙ্গীরনগর, সরকার বাজুহা ও সোণার গা লইয়া গঠিত (১)। চাকলে ইছলামাবাদ সরকার চট্টগ্রামের নামান্তর মাত্র। মুরশিদাবাদে রাজধানী স্থানান্তরিত হইলে ঢাকা নগরীতে এক নায়েব নাজিমের আবাসস্থল নির্দিষ্ট হইয়াছিল। এই নায়েব নাজিম চাকলে জাহাঙ্গীর নগর, শ্রীহট্ট এবং ইছলামাবাদের শাসনদণ্ড পরিচালনা করিতেন। সমগ্র বাঙ্গালাদেশের মধ্যে ঢাকার নায়েবর্তী সৰ্ব্বপ্রধান লাভজনক রাজপদ ছিল (২) । (S) Hunter's Statistical Account of Dacca, Page 126. (२) Do Page 123.