পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8२ ) ইতিপূৰ্ব্বে বঙ্গদেশের অধিকাংশ ভূমি জায়গীরভুক্ত ছিল বলিয় রাজস্বের পরিমাণের এত হ্রাস হইয়াছিল যে, তদ্বারা শাসন সংক্রান্ত ব্যয় নিৰ্ব্বাহ করা সুকঠিন হইত। মুরশিদকুলী খ। ঐ সমস্ত জায়গীর বাজেয়াপ্ত করিয়া জায়গীরদারগণকে তৎপরিবর্তে উড়িষ্য প্রদেশ হইতে ভূমি প্রদান করেন এবং সমস্ত বঙ্গ ও উড়িষ্যা প্রদেশ পরিমাপ করিয়া অভিনব প্রণালীতে রাজস্বের বন্দোবস্ত করেন। তাহার সুবন্দোবস্তে রাজস্ব বিভাগের ব্যয় অনেক সংক্ষিপ্ত এবং আয়ের পরিমাণ প্রচুর পরিমাণে বদ্ধিত হয়। ইহাতে সম্রাটু সাতিশয় সন্তুষ্ট হইয়া তৎপ্রতি উত্তরোত্তর অনুগ্রহাধিক্য প্রদর্শন করিতে থাকেন। আজিম ওশান এই কারণে ঈর্ষান্বিত হইয়। মুরশিদকুলীর উচ্ছেদ সাধনে কৃতসংকল্প হন (১)। এই সময় বঙ্গদেশে “নগদী” নামধেয় এক সৈন্ত সম্প্রদায় বিদ্যমান ছিল । তাহারা প্রত্যক্ষভাবে সম্রাটের অধীন ছিল । প্রাদেশিক নাজিম কিংবা দেওয়ান এই সৈন্ত সম্প্রদায়ের উপর প্রভুত্ব করিতে পারিতেন না। আজম ওশান এই সেনাদলের অধিনায়ক আন্ধল ওয়াহেদকে বাধ্য করিয়৷ তদ্বারা মুরশিদকুলী খাঁর জীবন সংহার করিবার ৰন্দোবস্ত করেন । মুরশিদকুলী খাঁ সাতিশয় সতর্ক ছিলেন এবং সৰ্ব্বদা সশস্ত্র প্রহরিসমূহ-পরিবেষ্টিত হইয়া বহির্গমন করিতেন। তিনি একদা প্রাতঃকালে অশ্বারোহণে নাfজমের দরবারে আগমন করিতেছেন, এমন সময় আবকুল ওয়াহেদ স্বীয় নগদী সৈন্যদলসহ তাহাকে পথিমধ্যে অবরোধ-পুৰ্ব্বক প্রাপ্য বেতনের দাবি করিয়া কোলাহল করিতে থাকে । দেওয়ান ইহাতে অনুমাত্রও ভাত ন হইয় তাহাদিগকে তিড়িত করেন এবং (2) English Translation of Reyazu-s-salatin, by Moulvy Abdus Salem w. ». Fasc II 1, page 247. and 249.