পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8७ ) অবিলম্বে নাজিমের দরবারে উপস্থিত হইয়া, কোষস্থিত তরবারিতে হস্ত স্থাপন-পূৰ্ব্বক নাজিমকে তজ্জন্ত ভৎসনা করেন। আজিম ওশান সম্রাটের অপ্রতিভাজন হওয়ার আশঙ্কায় আবদুল ওয়াহেদকে আহবান করিয়া, ভবিষ্যতে ঐ রূপ গোলযোগ উপস্থিত না হয় তদ্বিষয়ে তাহাকে প্রকাশ্বে সতর্ক করিয়| দেন । মুরশিদকুলী প। সহজে ভুলিবার পাত্র ছিলেন না। তিনি অনতিবিলম্বে “দেওয়ানি আম” নামক দরবারগৃহে প্রবেশ করিয়া, নগদী সৈন্যগণের প্রাপ্য বেতন পরিশোধ করতঃ তাহাদিগকে কাৰ্য্য হইতে অগস্থত করেন এবং ঐ দিবসের ঘটনা-সংবলিত এক বিস্তৃত বিবরণ সংবাদ বিভাগের যোগে সম্রাট্‌-দরবারে প্রেরণ করেন। অতঃপর তিনি নাজিমের সন্নিধানে অবস্থান করা নিরাপদ নহে মনে করিয়া দেওয়ানি বিভাগ সহ মুক সদাবাদ নামক স্থানে প্রস্থান করেন । এই সময় হইতে তদীয় নামানুসারে মুক সদাবাদ মুরশিদাবাদ’ আখ্যা প্রাপ্ত হইল। কালক্রমে মুরশিদকুলি খার প্রতি নগদী সৈন্তগণের দুৰ্ব্ব্যবহার সম্রাটের কর্ণগোচর হইলে, তিনি আজিম ওশানকে তিরস্কার করিয়া বাঙ্গালা দেশ পরিত্যাগ করিবার আদেশ প্রদান করেন । তদনুসারে আজিম ওশান, পুত্র ফেরক শিয়ারকে প্রতিনিধি-স্বরূপ ঢাকায় রাখিয়া পাটনায় গমন করেন এবং তদবধি ঐ নগরী আজিমাবাদ নামে অভিহিত হইতে থাকে । ১৭০৪ খৃষ্টাব্দে মুরশিদকুলী খাঁ। প্রতিনিধি নাজিমের পদ লাভ করিয়া সৈয়দ আক্রাম নামক জনৈক মুসলমানকে বঙ্গদেশের এবং জামাতা সুজাউদ্দিনকে উড়িৎ প্রদেশের ডিপুট দেওয়ান নিযুক্ত করেন। মুরশিদকুলি খাঁর সময় সমগ্র বাঙ্গালা দেশের রাজস্ব সম্বন্ধীয় তেজি প্রস্তুত হইয়াছিল। প্রত্যেক মহালের ভূমি ও উৎপন্ন শস্তের পরিমাণ অনুসারে রাজস্ব ধার্য্য হইয়াছিল, এবং প্রতিমহালে বিশ্বস্ত আমিনগণের