পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 84 ) প্রাদেশিক শাসনকৰ্ত্তার দরবারে প্রেরণ করিতেন। জমিদারী হইতে যে কর সংগৃহীত হইত, তাহার কিয়দংশদ্বারা জমিদারবর্গ কর-সংগ্ৰহসংক্রান্ত আবশুক ব্যয় নিৰ্ব্বাহ করিয়া অবশিষ্ট সমস্ত রাজস্ব রাজকোষে প্রেরণ করিতেন। জমিদারগণ পারিশ্রমিকস্বরূপ জমিদারীর কিয়ুৎপরিমাণ ভূমি নিষ্কর প্রাপ্ত হইতেন। এই সমস্ত ভূমি নানকার নামে অভিহিত ছিল। ইংরাজ-শাসনে বাকি রাজস্বের নিমিত্ত জমিদারী নীলাম হওয়ার যে বিধান বিধিবদ্ধ হইয়াছে, মুসলমান-শাসনে ঐরুপ কোন রাজবিধি প্রচলিত ছিল না । কোন জমিদার দেয় রাজস্ব নির্দিষ্ট সময়ে আদায় না করিলে, নবাব দরবার হইতে তাহার জমিদারী ক্রোক করা হইত এবং বাকি রাজস্ব আদায় না হওয়া পৰ্য্যন্ত নবাবের আদেশে তিনি কারাবদ্ধ অবস্থায় জীবন যাপন করিতেন। গ্রাম্য চৌকীদারগণ সম্পূর্ণরূপে জমিদারের অধীনে ছিল এবং তাছার জমিদারের তত্ত্বাবধানে পাহারার কার্য্য নিৰ্ব্বাহ করিত। জমিদারীর অন্তর্গত রাস্তা, খেয়াঘাট এবং খোয়ারের বন্দোবস্তের ভার জমিদারের উপরিই ন্যস্ত ছিল। ফলতঃ ইংরাজশাসনে পুলিস কাৰ্য্যকারক ও Justice of the Peace নামক রাজকৰ্ম্মচারিগণ যে ক্ষমতা পরিচালনা করিতেছেন, মুসলমান শাসন সময় জমিদারগণই সেই সমস্ত ক্ষমতার পরিচালনা করিতেন (১) । সৈয়দ রাজি খা-নামক জনৈক সন্ত্রান্ত বংশীয় মুসলমান মুরশিদকুলী র্থার দৌহিত্রীর পাণিগ্রহণ করিয়াছিলেন। বাঙ্গালার ডিপুট দেওয়ান আক্রাম আলি খী পরলোকে গমন করিলে তিনি ঐ পদে নিযুক্ত হন। নব-নিযুক্ত ডিপুটী বাঙ্গালার জমিদারবর্গকে শাসন করিবার নিমিত্ত (*) English Translation of Sair Motakharin by Moulvy Abdus Salem M. A. Fasc III page 256.