পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १२ ) অনন্তর তিনি স্বীয় দলভূক্ত হিন্দুসেনা দ্বারা ঐ মৃতদেহ সৎকার করিতে প্রতিশ্রুত হইলে, জালিম সিংহ তরবারি পরিত্যাগ করিল। বালকের এই অমানুষিক বীরত্বে মহম্মদ আলির হিন্দু সেনাগণ সাতিশয় মুগ্ধ হইল। তাহাদিগের মধ্যে কেহ ঐ মৃতদেহ এবং কেহ বা এই বালককে স্কন্ধে বহন করিয়া গঙ্গাতীরে লইয়া গেল। তথায় ঐ মৃতদেহ হিন্দু রীত্যনুসারে সৎকার করা হইল এবং বীর-শিপ্ত নয়নাসারে পিতার তর্পণ করিয়া পিতৃভক্তির পরাকাষ্ঠ প্রদর্শন করিল (১)। গিরায়ার যুদ্ধাবসানে মহম্মদ আলি আলিবর্দী খাঁ নাম ধারণপূৰ্ব্বক অন্নদাতা প্রভুপুত্রের সিংহাসনে আরোহণ করিলেন। ১৭৪০ খৃষ্টাব্দে এই ঘটনা সংঘটিত হইয়াছিল। (১) এই ঘটনা সায়র মোতাক্ষরণে বর্ণিত হয় নাই ; কিন্তু রিয়াজু সেলাতিনে বর্ণিত হইয়াছে। (ক্রযুক্ত বাবু নিখিলনাথ রায় প্রণীত মুরশিদাবাদ কাহিনী ১২, পৃঃ। )