পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( *t ) মন্তান্ত ব্যাপারে পরম্পরের প্রতি সৌহার্দ রক্ষা করিতে সক্ষম হইয়ছিলেন (১) । - হোসেন কুলী খ মুচতুর, কাৰ্য্যকুশল এবং সাতিশয় রূপবান ছিলেন। নিবাইস কর্তৃক পদচ্যুত হইয়া হোসেন কুলী খাঁ ঢাকা হইতে মুরশিদাবাদে প্রত্যাগমন পূৰ্ব্বক নষ্ট-গৌরবের পুনরুদ্ধার করিতে কৃতসংকল্প হইলেন। তিনি প্রথমতঃ ঘেসেটি বিবীকে হস্তগত করিবার অভিপ্রায়ে এই মহিলার নিকট নানাবিধ বহুমূল্য উপঢৌকন প্রেরণ করিয়া তাহার মনোযোগ আকর্ষণ করিলেন। অবশেষে স্বকীয় রূপলাবণ্য দ্বার নবাব নন্দিনীকে মুগ্ধ করিবার নিমিত্ত তিনি স্বয়ং তাহার সমীপে উপস্থিত চুইলেন । বিলাসপরায়ণী যবনবালা হোসেনের রূপের ফাদে নিপতিত ছইয়া অচিরে তাহার নিকট আত্মবিক্রয় করিলেন। এইরূপে হোসেন কুলী খার মনোবাঞ্ছা পরিপূর্ণ হইবার পথ পরিষ্কৃত হইল। এক্ষণে স্বয়ং ঘেসেটি বিবী পদচ্যুত শাসনকৰ্ত্তার পক্ষাবলম্বন করিয়া স্বামী নিবাইস মহম্মদ ও জনক আলিবন্দীর নিকট উপস্থিত হইলেন এবং নানারূপ কৌশল অবলম্বনে উভয়ের চিত্তবিকার অপনোদন করিলেন। অবিলম্বে হোসেন কুলী খাঁ নবাব দরবার হইতে বহুমূল্য খেলাত লাভ করিয়া পুনরায় স্বপদে প্রতিষ্ঠিত হইলেন (২) । হোসেনের অনুপস্থিতি কালে ইয়াচিন নামক জনৈক মুসলমান তৎপদে নিযুক্ত হইয়াছিল। হোসেন পুনরায় কাৰ্য্যলাভ করিলে ঐ ব্যক্তি কাৰ্য্যাস্তরে ভাগলপুরে প্রেরিত হইল। হোসেন এইবার ঢাকায় আগমন করিয়াই রায় গোকুলচাদের ছিদ্রান্বেষণে প্রবৃত্ত হইলেন। (*) English Translation of Sair Motakharin, by Haji Mostapha, Vol. l, page 422. - (*) English Translation of Sair Motakharin, by Haji Mostapha, Vol. is page 423.