পাতা:মহারাজ রাজবল্লভ সেন ও তৎসমকালবর্ত্তী বাঙ্গলার ইতিহাসের স্থূল স্থূল বিবরণ.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १७ ) প্রথমতঃ দেওয়ানখানার কাগজপত্র তলব হইল, পরে রায় গোকুলের প্রদত্ত নিকাশের লিখিত অনেক টাকা অন্যায়মতে বাজেয়াপ্ত করিয়া, তিনি ঐ হিন্দু কৰ্ম্মচারীর সর্বনাশ সাধন করিলেন এবং অবশেষে তাহাকে কাৰ্য্য হইতে অপস্থত করিয়া প্রতিহিংসাবৃত্তি চরিতার্থ করিলেন । এই সময়, অর্থাৎ ১৭৪১ খৃষ্টাব্দে রাজবল্লভ নাওয়ার বিভাগের অধ্যক্ষপদে নিযুক্ত ছিলেন। ঐ বিভাগের কার্য্যে তাহার যথেষ্ট দক্ষত প্রকাশ পাইয়াছিল। রায় গোকুলচাদের পদচ্যুতির পর সকলের দৃষ্টি রাজবল্লভের প্রতি নিপতিত হইল এবং তিনি মুরশিদাবাদের দরবার হইতে ঢাকা, শ্ৰীহট্ট ও চট্টগ্রাম প্রদেশের দেওয়ানি ও সৈনিক বিভাগের রোশনদারের পদে নিযুক্ত হইলেন (১)। হোসেন কুলী খাঁ রায় গোকুলচাদের সর্বনাশ সাধন করিয়া স্বীয় পদ-গৌরব অক্ষুণ্ণ রাখিবার উদ্দেশ্যে মুরশিদাবাদে গিয়া পুনরায় নব প্রণয়িনীর মনোরঞ্জনে নিযুক্ত হইলেন এবং ঢাকার শাসনকাৰ্য্য নিৰ্ব্বাহের নিমিত্ত ভ্রাতুপুত্র হাসনউদ্দিনকে প্রতিনিধি নিযুক্ত করিয়া তাহাকে ঢাকায় প্রেরণ করিলেন । এই সময় হইতে হাসনউদ্দিন খাঁ ও রাজবল্লভের দ্বারা ঢাকাবিভাগের শাসনকাৰ্য্য নিৰ্ব্বাহিত হইতে লাগিল (২) । এই উন্নতিলাভের অব্যবহিত পর হইতে রাজবল্লভ স্বীয় জন্মভূমির উৎকর্ষ সাধনে মনোনিবেশ করিলেন। তাহার জন্মভূমি বিলদাওনিয়া গ্রাম এই সময় অতি নগণ্য অবস্থায় অবস্থিত ছিল। এই গ্রাম ও তাহার চতুষ্পাশ্বস্থ স্থল নিম্নতাবশতঃ বৎসরের অধিকাংশ সময় জলে নিমজ্জিত থাকিত এবং তথায় অধিবাসি-লোকের সংখ্যা সাতিশয় বিরল ছিল। (3) English Translation of Sair Motakharif, by Haji Mostapha, Vol. I, page 423. - - (R) Do, page Do.