পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

洛》 শিবাজীর স্বাধীনতা-সংগ্রাম गरे ब्रांश्च बभूशै छ भशृणै प्रशसगरदन कि भणग्रन করিলেন । ভোর বেলায় রাজার শোচনীয় মৃত্যু-সংবাদে প্রাসাদের ভিতরে-বাহিয়ে ক্ৰন্দন ও ক্রোধের একটা কুরুক্ষেত্র লাগিয়া গোল। ওদিকে শিবাজী উহার সৈন্থাবাহিনী লইয়া একযোগে হাওলীর তিনটি ঘাট অবরোধ করিয়া বসিলেন। চন্দ্ররাওয়ের হুই পুত্র ও রাজ্যের মন্ত্রী হিম্মংরাও প্রাণপণে যুদ্ধ করিতে লাগিলেন। ছিন্মংরাওয়ের পতনের সঙ্গে সঙ্গে রাজধানীরও পতন হইল। ওদিকে বাশোট ও শিউডার খোরার দুর্গ৪ শিবাজীর পদে প্রণত হইল। রোহির জেলার দেশমুখ বাঙ্গল ও শেপাণ্ডে বাটী গভূ ময় সৈন্য লইয়া শিবাজীকে প্রাণপণে বাধা দিয়াছিলেন। শেষে যুদ্ধ করিতে করিতে বালার মৃত্যু হয়। বাৰী গন্তু সালে শিবাজীর অধীনতা স্বীকার করিলেন । জাগুলী-বিজয় সম্পূর্ণ হইয়া গেল। মহাবালেশ্বরের এক উচ্চ পৰ্ব্বত-শৃঙ্গে শিবাজীর প্রভাপ চিরস্মরণীয় করিয়া রাধিবার জন্য অজস্র অর্থব্যয়ে প্রতাপগড় দুর্গ নিৰ্ম্মিত হইল । খৃষ্টীয় ১৬৩৭ সালের প্রথমে কিছুদিনের জন্য শাহজাহানের তৃতীয় পুত্র ঔরসজীব দাক্ষিণাত্যের মোগল অধিকার-সমূহের রাজপ্রতিনিধি নিযুক্ত ছিলেন। পুনরায় তিনি ১৬৫৫ খৃষ্টাব্দে ঐ পদে বাহাল হইয়া আসিলেন। এবার গোলকুণ্ডাৰ এক বিচক্ষণ ও কূটকৌশলী মন্ত্রী-মার্ জুমলা তাহার দলে আসিয়া