পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>锦 শিৰাষ্ট্ৰীয় স্বাধীনস্তী-সংগ্রাম ক্ষমার আশ্বাস পাইলে, ছরে হাজির হইয়া সমস্ত বিষয় নিবেদন করিবেন–জানাইলেন। সুচতুর আক্ষজাল শিবাজীর চাতুরী বুঝিতে পারিলেন। তিনিও প্রকাশ্ব যুদ্ধের অনিশ্চয়তার মধ্যে না গিয়া কৌশলে এই মারাঠা বীরকে বন্দী বা হত্যা করিতে চাহিলেন। তিনি শিবাজীকে এক পত্র লিখিয়া জানাইলেন যে, শিবাজী তাহার পুত্ৰ সদৃশ স্নেহ-ভাজন। তিনি ডাহার সমস্ত অপরাধ মার্জনা করিয়াছেন। বিঙ্গাপুর মুলতানও যাহাতে ষ্ঠাদ্ধাকে মাফ করেন, তাহার উপায় তিনি করিবেন। আপোষে কথাবার্ত কহিবার ক্ষপ্ত অমুক দিন অমুক সময় শিবাজী যেন একাকী নিরন্ত্রভাবে আসিয়া ভাষার মতি সাক্ষাৎ করেন। তিনিও হার তাতে একাকী থাকিবে, আর প্রত্যেকের সঙ্গে এক একজন অমুচর থাকতে পারে। শিবাজী বুধিলে—এ শেয়ানে-শেয়ানে কোলাকুলি। তিনি সমস্ত দলবল নিকটবর্তী অরণ্যে লুকাইঃ রাখলেন। নির্দিষ্ট দিনে মাতার পায়ের ধুল মাথায় ইয়। তিনি আফজালের সহিত দেখা করিতে প্রতাপগড় দুর্গের নীচে নামিয়া আসিলেন : সঙ্গে তাহার বিশ্বস্ত বন্ধুতানাষ্ট্রীমালঞ্জ। আফজাল পূৰ্ব্ব হইতেই মলিনের চোগার নীচে একখান ছোট তলোয়ার লুকাইয়া রাখিয়াছিলেন ; বিজাপুরী সৈন্তগণও অদূরে গা-ঢাকা দিয়৷ র্তাহার লঙ্কেতধ্বনির প্রতীক্ষায় ছিল। বিশ্বাসঘাতকার আশঙ্কায় শিবান্ধীও সৰ্ব্ব অঙ্গ লৌহবৰ্ম্মে আবৃত করিয়াছিলেন ; কোমরে বিছু নামক বাকানো ছুরী একখানা লুকাইয় রাখিয়াছিলেন o