পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बशद्वप्ले عنواع ج যদিবদল কয়েক বৎসর পূর্ক্সে এখানে ও বোম্বাইয়ে একৃএকটা প্রকাও উপনিবেশ ও দক্ষিণ কঙ্কণ রাজাপুরে ও কাড়ওয়ারে এক একটা কুঠি স্থাপন করিয়াছিল। ক্ৰমাগত আটচল্লিশ ঘণ্টা ধরিয়া বন্দরের ঘর-বাড়ী ও জাহাজ লুটিত হয়। ইংরাজ ও পর্তুগীজগণ নিজেদের কুঠি যামলাইবার জন্ত ব্যতিব্যস্ত হইয় পড়িয়াছিলেন। দুই চারিঞ্জন ইংরাজও শিবাজীর অনুচরদের হাতে ধরা পড়িয়াছিলেন ; টাকা দিয়া ষ্ঠাখার যুক্তি ক্ৰয় করেন। লুণ্ঠন-কালে মুসলমানের মসজিদ ও পৃষ্ঠানের গীর্জার প্রতি মারাঠারা কোনরূপ অত্যাচার করে নাই। তদুপরি কোন ক্ষেত্রেই স্ত্রীলোক বা বালকের প্রতি বলপ্রকাশ শিবাজী-সৈন্যদলের নীতিবিরুদ্ধ ছিল। এই সময় শাহজীর মৃত্যু হইলে, তিনি সিংহগড়ে মহা ধূমধামের সহিত পিতার অন্ত্যেষ্টিক্রিয় সম্পন্ন করিলেন । তারপর রায়াড়ে আলিয়া প্রকাশ দরবারে নিজেকে রাজা বলিয়া ঘোষণা করিলেন। র্তাহার নামে মুদ্রা ঢালাই করিয়া, দেশময় প্রচলনের আদেশ জারী করা হইল। উত্তরাধিকার মুত্রে তিনি পণ্ডিচেরীর দক্ষিণে পোর্টোনোভো বন্দর, তাঞ্জের জেলার বিস্তৃত জায়গীর ও আর্ণর অতিকায় দুর্গ প্রাপ্ত হইলেন। ওদিকে আরব উপসাগরে শতাধিক একপালের বড় বড় নৌক৷ ও কয়েকখানি তিন-পালের জাহাজ শিবাজীর প্রতাপ জ্ঞাপন করিয়া, বন্দরে বন্দরে মুরাফিরা করিতে লাগিল। শিবাজীর নৌবহরের সতর্ক চক্ষু এড়াইয়া পশ্চিম উপকুল হইতে কোন