পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্র 2)న সম্পত্তির উপর হার স্বত্বম্বামিত্ব প্রতিষ্ঠিত রহিল ; কিন্তু তজষ্ঠ তিনি দিল্পী-ময়কারকে খাজনা দিতে বাধা থাকিবেন । তিনি ও ভাগর অষ্টম বয়স্ক পুত্ৰ শস্কুল মুঘলসরকারে যামন্ত রাজার উপযুক্ত কোন সম্মানজনক চাকুরী লইবেন ; আহমেদনগর ও কুমারে উহার যে পৈত্রিক সম্পত্ত্বি অন্যায়ভাবে সরকারে বাজেয়াপ্ত হইয়াছে, তৎপরিবর্তে বিস্কাপুর রাজ্যের মধ্যে পশ্চিমঘাটের তরফে ডিমি মূৰ্ত্তন জমিদারি পানি পাইবেন । ঔরঙ্গজেব এই ছিন্ন খণ্ড মধুর করিয়া পাঠাইলেন এবং শিবাজীকে ক্ষমা করিয়ু এক পত্র লিখিলেন ; উহাতে র্তাহাকে বিজাপুর রাজয়ে সাহায্য করিতে এবং পরে জাগ্ৰায় গিয়া উাহার দরবারে সামন্ত্ররাজ-রূপে হাঙ্গীর হইতে হুকুম দেওয় इै । বিঙ্গাপুর সুলতানের খাজনা বাকী পড়িয়াছিল ; তাছা ছাড়া দরবারের ভিতর আঘাতো-অমাতো ঘৃণা দলাদলি ও মারামায়ি নিতা লাগিয়া ছিল। এই সকল ক্রটির সুযোগ লইয়া ঔরঙ্গজেবের আদেশে জয়সিংহ বিজাপুর রাজ্য আক্রমণ করিলেন ; শিবাজী র্তাহান্ন আনুগত্য হাতে-কলমে প্রমাণ করিবার জন্তু জয়সিংহের ধতি আট হাজার মাঙ্গালী পদাতিক ও দুই হাজার বর্গী লইয়াযোগ দিলেন। স্কুলতা জেলা ও তাণ্ডোর থাঁ অল্প চেষ্টায়ই দখল হইয়া গেল। রাজধানীর অনতিদূরে মঙ্গলবেড়া নামক স্থান পৰ্য্যস্তু অগ্রসর হইয়া জয়সিংহ ও শিবাজী খাশ