পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেশ ও জক্টিন্থপঞ্জিন্ম সম্প্রদায়ে ৰচিং বিবাহ-বিলম্বাদ বা রেফারেধি হইয়াছে । শুষ্কজাত সাধু ও মহাপুরুষকেও মহারাষ্ট্ৰীয় জাহ্মণগণ ভক্তি কলিত ক্ৰী করেন নাই । বৈষ্ণু রাজার জন্ম ক্ষত্রিয় বীরপুরুষগণ অকত্তিরে প্রাণবলি দিন্তে কপিণ্য করেন নাই । মহারাষ্ট্রীয় রমণীদের মধ্যে ঘোমটা বা পর্দা প্রথা নাই; দক্ষিণতোয় অধিকাংশ স্থানের স্থায় সেখানে অবাধ স্ত্রী-স্বাধীনতা বিদ্যমাণ । দুই শতাধিক বর্ঘকাল মুসলমান সভ্যতার অব্যবহিত পার্শ্বে থাকিয়াও স্তাহারা রমণীর অবরোধ-প্রথাটি অনুকরণ করেন নাই। অবশ্য রাজা, মহারাজ, সভাসদ ও উচ্চশ্রেণীর সেনাধ্যক্ষগণ স্বীয় পরিবারের মধ্যে পর্দাপ্রথা কতকটা মানির চলিতেন। পুরুষের সহিত নারীন্থসমুন অধিকার ; পুরুষ, নারীকে তাহার স্বাসী বলিয়া দেখে ন-দেখে সহচরী ও মন্ত্রী বলিয়া। ইতিহাস আলোচনা করিলে দেখা যায় যে, রাজপুত রমণীর চেয়েও ডেঞ্জোবীর্মে মারাঠা রমণীগণ অধিকতর অগ্রণী। বৰ্ত্তমানে শিক্ষা বিধয়েও মারাঠা মণীগণ অত্যন্ত উৎসাহশীল । বস্তুতঃ কেবলমাত্র মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় ভারতে সৰ্ব্বপ্রথম মহারাষ্ট্র দেশেই (পূর্ণায়) সম্প্রতি গড়িয়া উঠিয়াছে । মহারাষ্ট্রদেশের ইতিহাস-প্র সন্ধ পুরাতন শহর পুন। বৰ্ত্তমানে ইহা বোম্বাই গভর্ণমেণ্টের গ্রীষ্মকালীন রাজধানী । এখানে ইংরাজ সৈন্যের প্রকাণ্ড ধ'টি আছে । বহুকাল ধরিয়া পুর্ণ নগরী পেশওয়াদের রাজধানী ছিল। বম্বাই নগর পুনার