পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शहब्राहे $2$ গাগাম কৃষিয়া রাখস্তে গেলে, আর একটা রাজ্যের সাহায্য আবশ্বক। মুতরাং তিনি দলবলসহ গোলকুণ্ডার তখনকার রাজধানী হায়দ্রাবাদ অভিমুখে যাত্রা করিলেন। মৈস্তের বহর দেখিয়া কুতবশাহী মুলতান ও তাহার দুই মারাঠ মন্ত্রী ত বেঙ্গীয় ভঙুকাইয়া গেলেন। র্তাহারা খুশী হইয়া শিবাজীর সহিত এক নূতন সন্ধি করলেন। কথা থাকিল, মুঘল বা বিজাপুরের বেয়াড় চাল দেখিলেই ডাহার যুদ্ধ করিবেন ; তারপর কটুি জয় হইলে গোলকুণ্ডা ভাষায় একটা অংশ পুরস্কার পাইবেন। হায়দ্রাবাদ হইতে শিবান্ধীর প্রকাও বাহিনী দক্ষিণে অগ্রসর চুইল। ছুঙ্গভদ্র ও কুঙ্কার সঙ্গমস্থলে নদী পার হই, উহার কার্ট রাজ্যের সীমানার মধ্যে প্রবেশ করিলেন। পূৰ্বঘাটের কোল দিয়া ক্রমশ তাহার কাঁড়াপ্পা অভিমুখে চলি । তারপর একে একে জিঞ্জী ও ভূমিল্পী সুব তাহাঙ্গের হঙ্কাতৃ হইল। ভেলোরের প্রসিদ্ধ দুর্গেরও পতন হইল । তারপর শিবাজী তয়োরের দিকে অগ্রসর হইতে প্রস্তুত হুইলেম । ইতঃপূৰ্বে শাহজী বর্তমান মহীশূর রাজ্যভুক্ত কোলার, বাঙ্গালোর, এবং মাদ্রাজ প্রদেশের আশ ফোট, বালাপুর, সেরা ও তাঞ্জোর জেলার বেশীর ভাগই জায়গীর রূপে পাইয়াছিলেন। এইগুলি এক করিলে পতাই একটি ছোটখাট রাজ্য হয়। ইহার সমস্তু উপসম্বই এতদিন শিবাজীর সৎভাই ব্যঞ্জী ভোগ করিতে