পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্র ১৪৪৭ মাইল উত্তরপূৰ্ব্বেতোলাপুরের ছাউনীতে অবস্থান করিতেছিলেন। বঙ্গীগণকে সেখানে জানিয়া কয়েদ করা হইল।.8রঙ্গজেব শঙ্কুলীকে জানাইলেন, “তুমি এখন আমার বল, তোমার প্রাণ এখন আমার করায়ন্ত । তুমি যদি সদলে পবিত্র ইস্লাম ধৰ্ম্ম গ্রহণ কর, তাহা হইলে মুক্তি পাইবে ; নচেৎ কঠিন মৃত্যু তোমায় নিশিত ” গম্বুজী জানাইলেন "বেয়াদ্য ধৰ্ম্মাদ্ধ বাদশাহ, তোমার কচ্চার সছিত যদি আমার বিবাহ দাও, তাহ হইলে আমি ইসলাম গ্রহণ করার কথা ভাবিয়া দেখিতে পারি।" তারপর মহাপুরুষ হজরৎ মুহাম্মদকে জঘন্য ভাষায় গালি পাড়িলেন। ঔরঙ্গজেব ক্রোধে দাবান্ত্রির মত স্থলিয়া উঠিলেন। তাছার আদেশে তৎক্ষণাং প্রকাশ বাজারের ভিত্তর-স্বাতকের হস্তুপদবন্ধ শম্ভুতীর চক্ষুদ্বয় তপ্ত লৌহ শলাকা দ্বারা উপড়াই ফেলিল; তারপর ঠাষার জিহ্বা টানিয়া ছিড়িয়া নিষ্ঠুরভাবে হত্য করিল। রাঙ্গারাম এতদিন ৰন্ধী অবস্থায় রায়গড়ে ছিলেন। শম্ভুজাঁর ছয় বৎসরের পুত্র দ্বিতীয় শিবাজী বা সহিকে সিংহাসনে বসাইয়া, রাজরামকে তাছার অভিভাবক ও রাজ-প্রতিনিধি নিযুক্ত করিয়া দেওয়া হইল। আঁহার এতদিন শম্ভুঞ্জীর স্বাভাবিক মৃত্যু চাহিতেছিলেন, ওঁাছারাও মুঘলের হাতে ঠাহার এই নৃশংস হত্যার সংবাদে অশ্রু মোচন করিয়, উছার প্রতিশোধ লইতে প্রতিজ্ঞাবদ্ধ হইলেন ।