পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ox বিছিন্ন প্রাচীন ইঙ্গিন করিতে পারিতেন না । এই ক্ষুদ্র রাজাদের মধ্যে একটি রাজ্য বোধ হয় যীশু খৃষ্ট জন্মাইবার দুই শতাধিক বর্ষ পূর্বে বেশ একটু প্রাধান্ত লাভ করিয়াছিল, এবং উiহার বিখ্যাড় রাজধানী ভাগারার নাম সমসামরিক গ্ৰীক ইতিহামেও স্থান লাভ করিয়াছে। তারপর যীশু খৃষ্টের জন্মের শত খনেক বৎসর পূর্বে শালিবাহন নামক এক রাজার সন্ধান পাওয়া যায়। ইনি শুধু উত্তর মহারা নহে, পশ্চিমে অন্ধ, রাজ্যের কিয়দংশও এাস করিয়া ছিলেন। ইহার লম্বন্ধে অনেক কাহিনী বা উপকথা মহারাষ্ট্র দেশে প্রচলিত আছে ; তাহার মধ্যে ঐতিহাসিক সতী কড়ট আছে, ডাহা নিশ্চয় করিয়া বলিবার উপায় নাই। যাহা ব্লউষ্ণ, শনিবনের পূর্বে ফুিডের পূর্বভাগে ঢ়োয় ও কাীে নদীর মধ্যস্থলে জর্জাতি শক্তিশালী হইয়া উটার। খৃষ্ট জন্মাইবার দুই শতাধিক বৎসর পূৰ্ব্বে অর্থাৎ সম্রাট অশোকের মৃত্যুর পরে, অন্ধুগণ মহারাষ্ট্র দেশ অধিকার করিয়া লইয়। তাদের রাজ্যের দুই সীমা দুই সাগরোপকূল পর্যন্ত বস্তৃত করে * । * শালিবাহন খুব ছোট ঘরে জন্মগ্রহণ করেন। কেহ বলেন— তিনি কুম্বীর (চাষার ) ঘরে, কেহ বলেন--তিনি কুমারের ঘরে জন্মগ্রহণ করিয়াছিলেন । আবার কেহ বলেন, তিনি ড্রক্ষিণ বংশজাত। তাহার মাত কুমারী অবস্থায় এক সৰ্পরূপ দেবতার কুপায় গর্ভবতী হন । বুদ্ধ ব্রাহ্মণ সমাজচ্যুত হওয়ার ভয়ে কন্যাকে

  • “Student’s History of India”—Smith, p, to,