পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

zieł 壽籲 এদিকে রঘুনাথ রাও স্বরাট আসিয়া, ইংরজিঞ্জেঞ্জি এক সন্ধি করিলেন। সন্ধির লর্ত হইল—ইংরাজগণ মধুৰাৱে পেশওয়া পদে বগাইতে সাহায্য করবেন এবং তাহার পুরষ্কার স্বৰূপ উহার বেসিন বন্দর, গলসিটু ও বোম্বাইয়ের চারিদিকে কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ পাইবেন গায়কওয়াড়, রঘুনাথের পক্ষ লইলেন ; সিদ্ধিয়া ও হোল্কীর মধুরাওয়ের পক্ষ লইলেন। দুইদলে মারামারি বাধিয়া উঠিল। এমন সময় একদল ইংরাজ সৈন্থ রাম্বোবাক্ষে লইয়া পুমার দিকে অগ্রসর হইল । পুনার তেরে ঘাইল দূরে ওয়ার গাওয়ে মারাঠাগণ যুদ্ধে ইংরাজসৈঙ্ককে উীষণভাবে হাঁরাইয়া দিল । অবশেষে তাহারা মাথা ষ্টেটু করিয়া নানা কড়নবীশের সঙ্গে এক সন্ধি করিল। সন্ধির গর্ভ রছিল যে, ইংরাজরা রাখোবার পক্ষ পরিভাগ করবেন এবং মহারাষ্ট্রের দ্বীপগুলি ফিরাইয়া দিবেন। কিন্তু বৃটিশ সৈন্ত বোম্বাইয়ে ফিরিয়া শিয়, এই সন্ধির লওঁ হাসিয়া উড়াইয়া দিলেন এবং মৃত্তন করিয়া যুদ্ধ করিবার উদ্যোগ-আয়োজন করিতে প্লাগিলেন । বুন্দেলখণ্ড হইতে জেনারেল গডার্ড এক প্রকাণ্ড বাহিনী লইয়া স্বরাট আসিয়া গেছিলেন। গায়কওয়াড়ের সহিত ইংরাজের এক পারস্পরিক মিত্রতাসূচক সন্ধি স্বাক্ষরিত হইল । গায়কওয়াড় ও ইংরাজের মিলিত সৈন্তান আহমদাবাদ ও বেসিন অধিকার করিয়া, পুণার দিকে দ্রুত অগ্রসর হইতে লাগিল। নানা কচুনবীশের দল ইংরাজদিগের উপর ভীম