পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় সেকালের শাসনবিভাগ ও সমাজব্যবস্থ৷ হিন্দু সামাল সমাজ ও রাষ্ট্রের সহিত বরাবরই একটা অঙ্গাঙ্গী সম্বন্ধ ছিল। কেহ কাহাকেও অগ্রাহ করিয়া চলিতে পাতি না, আবার কেহ কাহাবৎ উপর কর্তৃত্ব করিতেও পাতি ন। রাজধানীড়ে রাজার স্থায়ী বাস হইলেও, গ্রামগুলি উহার সংযোগিস্ত ও ভাবধান হইতে বঞ্চি থাকড় না। প্রত্যেক গ্রামখনি সডি হার যোগসুত্র ছিল। নগরের সক্তি গ্রামের নিত্য আদান-প্রদান চলিড়। একমাত্র রাজকর্মচারী, সৈন্য-সামন্ত ও বড় বড় ব্যবসার ছাড়া তখন নার আর কেহ স্থায়ীভাবে বসবাস করি না। চাকুরীর লোড ও লিগিতার মােহ তখন গ্রাম হইতে এমন দালাল লোক টানিয়া আনিজ না। প্রত্যেক গ্রামখানি ছিল যেন এক একটি ছোটখাট রাজ্য। প্রত্যেক গ্রামের সীমা নির্ধারিত থাকিস্ত এবং গ্রামের প্রত্যেক ব্যক্তির জমির একটা চিকিতনামা ও তালিকা থাকত। কৃষক শ্রেণী ছাড়া প্রত্যেক বড় বড় গ্রাম আপনাতে আপনি সম্পূর্ণ হইবার জন্থ আরও কতকগুলি শ্রেণীকে স্থাপন বক্ষে স্থান ৬ি। এই শ্রেণীগুলি প্রথমতঃ পেশাগত ও পরিবর্তনীয় ছিল ; পরে জাতিগত ইয়া যায়।