পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

34 সেকালের শাসন-বিড়াগ ও সমাজ-ধ্যবস্থা বা গ্রামবাসী উীল; ইহারা খালেশ জেলার মধ্যে ও সারি উত্তর ভাগে বহু সংখ্যায় বসতি স্থাপন করিয়াছিল। গ্রাম্য টেকিদায়, বা পাহারাওয়ালার কার্ঘ্যে ইহার বিশেষ কার্যকরী হইত। (১৪) তেলী; (১১) তাম্বলী; (১২) 'লুনী' বা বাদকার। ইহার বিবাহাদি উৎসবে ঢোলক বাজাইয়া গাহিত ও নচিত্ত । পাঁচটি বড় অথবা পঁচিশটি ছোট মৌজা বা গ্রাম লইয়া একটা কণব (আলকাকোয় স্থানার মত) স্বফ্ট হইত এা কতকগুলি কণ লইয়া এটা দেশ গঠিত হত। এক একটা দেশ আল্পকালকার পরগণার চেয়ে সচরাচর বড় ইত না। দেশের কক্টার নাম ছিল দেশমুখ অথবা 'দেশষ্টি-অনেকটা মুসলমান আমলের জমিদারের মত। ইংদের দেওয়া বা উটারের মত ছিলে শেপাখ্য' বা শেখে। প্রায় . ক্ষেত্রেই ব্রাহ্মণা এই পদ অধিকার করিড়েন; সেইজন্তু আজকাল এক শ্রেণীর মারাঠী ব্রাহ্মণদের জাতিগড় উপাধি দেশপাণ্ডে । দেশমুখগণ" পাটেলদের নিকট নিয়মিত খাজনা আদায় করিয়া রাজ-সরকারে প্রেরণ করিডেম, প্রয়োজন মন্ত ৫হাদের কৈফিয়ৎ তলব করতেন এবং এামের মামলা-মোকৰ্দমার আপাল শুনিতেন । র্তাহার অধীনে একদল সৈন্থ থাকিত এবং নিষ্কর জমি ছড়ি তাহারা নগদ টাকার বৃত্ত্বিও পাইভেন। তাহার একমাত্র রাজার নিকট কৈফিয়ৎভাজন ছিলেন । সময় ও হুযোগমন্ত দেশমুখা নায়ক বা 'রাজ উপাধি গ্রহণ করিয়া, কেন্দ্রীয় সরকারের খাজনা বন্ধ করিয়া স্বাধীনত ঘোষণা করিতেন। تصميمسد#: مجصصه