পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ঞ্জ * এমন সময় সম্রাট ও বিজয়নগর সংগ্রাম হইতে জাৰীক্ত কিীয়া জাগিয়া, সমস্ত ব্যাপার শুনিভে গাইলেন। প্রাচীন ডাগার রাজ্যের রাজধানী পৈথাৰ নগরের নিকট শিউগাঁওয়ে চুইলের সৈঙ্গের সাক্ষাৎ হইল। যুদ্ধ আরম্ভ হইতেছে, এমন সময় একদিন ঘোড়ায় চড়িয় সম্রাট আসিয়া দুই মুখ্যমান সৈন্থের মাঝখানে দাড়াইলেন । উ্যস্থাকে দেখিয়াই বিদ্রোহীদলেঃ জঞ্চাশ মিম্বিন্ধে উড়িয়া গেল। প্রথমেই বহ রাম খাঁ লজ্জায় ষ্টেট ইয়া সম্রাটকে শত কুর্ণা করিলেন ; উাহার পিছনে যে যেদিকে পালি পলাইয় গেল। কিন্তু বহু রাম খাঁ একটু ধৈর্য্য ও পাসে বুক ধিলে, উহার দালমনোভাব এই সঙ্কট সময়ে এমন করিয়া উহাকে কাপুরুং ন সাঙ্গাইল হতে স্ট্রি ও মুসলমানের মিলিত नञ्च शश्यामै ब्राछात्र खतृझेष्म ३िभौड शिक भूताश्या ठि । মাঙালী, কোল প্রভৃতি পার্বত্য উপজাতির স্থায়ীভাবে কথাও মুসলমানদের শাসনাধিকারে আসে মাই। মহাদেও পৰ্ব্বতাঞ্চলের অধিবাসীর প্রায়ই মুসলমান অধিকারের মধ্যে প্রবেশ করিয়া লুঠতরাজ করিত। দক্ষিণ কঙ্কণেও মহারাষ্ট্রগণ মুসলমানী শাসন কথায় কথায় অগ্রাহ করিতেন। পুল, সাতার কোলাপুর, কারড. ওয়াই, জামখণ্ডি, নাগান, ধাপোলি, রাজাপুর প্রভৃতি স্থান তখনও পর্যন্ত স্বতন্ত্র স্বাধীন মহারাষ্ট্ৰীয় রাজাদের ছত্র-ছায়া-তলে নিৰ্ভয়ে কাল-যাপন করিতেছিল । তাছাদের বিরুদ্ধে মাঝে মাঝে অভিবান প্রেরিত হইত। কিন্তু উদ্ধাতে বিশেষ কোন ফল জ্বলে ৰাই ।