পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वैशष्ठtड़े- §by রাজমহেন্দ্রী-তরুফ হইতে উড়িষ্যার স্বাধীন রাঙ্ক কাড়িয়া লইলেন ; সুতরাং এক্ট তরফের আয়তন ক্ষুদ্রতর হইয়া ধাওয়ায় উৎার সহিত ওয়ারঙ্গল স্তরক মিলাইয় পুনরায় পূর্বের স্থায় তেলিঙ্গন তরফ গঠিত হইল। কুজব-উল-মুল্ক, ইহার তরফদার হইলেন। ওয়ারঙ্গল ও রাজমহেন্দ্রীতে তরফদারের দুইজন ফৌজদার মোতায়েনু রছিলেন, নূতন রাজধানী হইল বর্তমান হায়দ্রাবাদ শহরের সন্নিকটে গোলকুণ্ডায়। ১৫১২ খৃষ্টাব্দে কুতুব উলুমুল্ক,স্বাধীন হইয়৷ গোলকুণ্ডায় কুত্তর শাহী রাজবংশের ভিত্তিস্থাপন করিলেন । কয়েক বৎসর পূর্বে বোরের ডাঙ্গ স্তরফ হুইট পুনরায় জোড় লথিয়ছিল এবং ফতেউল্ল ইন্মদ-উল-মুদ এর বংশধরগ" ফ'ক পাইয়া, অন্য সকলের মত, এখানেও স্বাধীনতা ঘোষণা করিয়াছিলেন। কিন্তু ইম্মদ শাহীদের স্বাধীনতা বেশীদিন বজায় থাকে নাই। ১৫৭৪ খৃষ্টাব্দে আহমেদনগরের চতুর্থ সবাৰ মূৰ্ত্তাজা নিলাম শাহ বহু লড়াই করিয়া, বেরার ক্ষয়ক্ষটি নিজ রাজ্যের সামিল করিয়া লন, । পূর্বেই বলিয়াছ উষ্ঠীর আমীর বরিদ নিজেকে হাসান বাদের সম্রাট বলিয়া ঘোষণা করির গুলবৰ্গর বাংমান সিংহাসনে কায়েম হইয়াছিলেন। তিনি হাসানবাদ হইতে কয়েক ক্রোশ উত্তরে বিদর নামক স্থানে নূতন রাজধানী স্থাপন করিয়াছিলেন। রিরাজ্য আয়তনে যেমন সকলের চেয়ে ছোট ছিল, ক্ষমতায়ও তেমনি সকলের হীন ছিল । কাজেই বারিদশাহী