পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भशग्नहे w8 গণও এই যুবকের অননুসাধারণ ব্যক্তিত্বের নিকট নমনীয় হইয়৷ পড়িলেন। বিজাপুর-সুলতামের নিকট এ সকল সংবাদ গেলে, তিনি মনে মনে ক্রুদ্ধ হইলেন বটে, কিন্তু প্রকাশ্যে শিবাজীকে জন্স করিবার উদ্যোগ করিলেন না এই কারণে যে, শাহী কর্ণটি যুদ্ধে তাহার যথেষ্ট সহায়তা করিতেছেন; উহার পুত্রকে এসময় শাস্তি দেওয়াট হুবিবেচনায় কার্য হইবে ন্ম । কিন্তু পিতা ও পুত্র-দুইজনের নিকটই তীব্ৰ ভংসনাপূর্ণ পত্র গ্রেধিও ੇ | সমস্ত কন্ধনভূমিং তখন বিজাপুরের অধিকারে। উত্তর করুন লইয়া একটা স্বৰা গঠিত হইয়াছিল, ইহার নাম কল্যাণ। বর্তমান কলা শহরের কয়েক ক্রোশ উত্তর হইতে পুণার বাইশ তেইশ ক্লেশ পশ্চিমে মাগধান পৰ্যন্ত প্ৰকাণ্ড ভূভাগ তখন কলা স্নার অন্তর্গঙ। সে সময় মৌলানা আহমেদ কল্যাণের মুবাদার। তিনি সমগ্র স্ববার মালগুজারি রাজধানী বিজাপুরে প্রেরণ করিড়েছেন শুনিয়া, শিবাজী তাহ লুণ্ঠন করিতে মনস্থ করিলেন। তিন শত বীর সৈপ্ত ও একদল মাওয়ালী পদাস্তিক লইয়। তিনি কল্যাণের খাজনা রক্ষী দৈৰ্ম্ম জ্বলের উপর ব্যাঘ্রবিক্রমে "পাইয় পড়িলেন। কতক প্রাণ দিল, কওক প্রাণ লইয়া পলায়ন করিল ; সমস্ত অর্থই শীবাজীর হস্তগত হইল। লুষ্ঠিত ধন শিবাজীর সৈন্যদলে সমান ভাগে ভাগ করিয়া দেওয়া হইল । ক্রমাগত কৃতকাৰ্য্যতায় শিবাজীর সাহস বাড়িয়া গেল।