পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

莎城 শিৰাষ্ট্ৰীয় স্বাধীনতা-সংগ্রাম শিবাজীর প্রায় যমবয়স্ক এক ত্রীক্ষণ যুবক দায়ী স্বৰ্গদেবের অধীনে শিক্ষা পাইয়া শারীর জায়গীরে একটা লেখাপড়ার চাকুরী করিতেন। ইহার নাম আবাঙ্গী সন্দেণ্ড । তিনি শিৰাষ্ট্ৰীয় বেজায় তক্ত ও মন্ত্রঘাত হইয়া উঠিলেন । উহার যেমন ছিল বক্তৃত। দ্বারা মন ভিজাইবার শক্তি, তেমনি ছিল ব্যবহারিক কূটবুদ্ধি ; যুদ্ধ-বিদায়ও তিনি অল্প দিনে বিস্ময়কর জ্ঞানলাভ করলেন। তাছার পরামর্শে শিবাজী কাল্গুড়ী, টুঙ, তিৰো, তৃরূপ, কোয়ারি, লেীগড়, রাজমটি প্রভৃতি দুগ যৎসামান্য রক্তয়েই জয় করিতে পারলেন । তদুপরি, ঘশল্পী, তনাজী ও বাস্ত্রী ফসলকার উহারে মাওয়ালী জন্ম লক্টর, সামান্য চেষ্টাতেই গৌশল, রাক্ট, অল প্রভৃত্তি পাৰ্ব্বত্য স্থাগুলি অধিকার করিয়া ফেলিলেন। • ইহার পর আবাদী সন্দেণ্ড মাওয়াদী ও মারাঠীদের মিশ্রিত একদল সৈন্য লইয়া, পশ্চিমঘাট পর্যন্ত পার হইয়া, কল্যাণ স্বায় আদিয়া প্রবেশ করিলেন। উম্‌ নামক স্থানে সুবাদার মৌলানা আহমেদ তখন মাল্গুয়ারি-লুণ্ঠনের ক্ষত লইয়া বিঞ্চ, কাত্তর । হঠাৎ তঁহার প্রদেশ আক্রান্ত দেখিয়া, তিনি একেধাৰে ভাঙ্গিয়া পড়িলেন। তাহার সৈন্যগণ ভালো করিয়া লড়িতে পারিল না । মৌলানা পরাজিত ও বন্দী হইলেন। শিবাজী এই সংবাদ আনন্দ-বিহ্বল হইয় অনতিবিলম্বে কল্যাশে আসিয়া উপস্থিত হইলেন। উৎসব-উদ্যাসের মধ্যে আবার স্বদেও কল্যাণের শাসনকর্তা নিযুক্ত হইলেন। রাজ্যের দক্ষিণ দিকে