পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মুক্তরূপ

বিরাজে মানব-শৌর্য্যে সূর্য্যের মহিমা,
মর্ত্ত্যে সে তিমির-জয়ী প্রভু,
অজেয় আত্মার রশ্মি, তা’রে দিবে সীমা
প্রেমের সে ধর্ম্ম নহে কভু।
যাও চলি রণক্ষেত্রে, লও শঙ্খ তুলি’,
পশ্চাতে উডুক্ তব রথচক্রধূলি,
নির্দয় সংগ্রাম অন্তে মৃত্যু যদি আসি’
দেয় ভালে অমৃতের টীকা
জানি যেন সে-তিলকে উঠিল প্রকাশি’
আমারো জীবন-জয়-লিখা॥
আমার প্রাণের শক্তি প্রাণে তব লহো;
মোর দুঃখ-যজ্ঞের শিখায়
জ্বলিবে মশাল তব, আতঙ্ক-দুঃসহ।
রাত্রিরে দহি’ সে যেন যায়।
তোমারে করিনু দান শ্রদ্ধার পাথেয়,
যাত্রা তব ধন্য হোক্, যাহা কিছু হেয়
ধূলিতলে হোক্ ধূলি, দ্বিধা যাক্ মরি’,
চরিতার্থ হোক্ ব্যর্থতাও,
তোমার বিজয়মাল্য হ’তে ছিন্ন করি’
আমারে একটি পুষ্প দাও॥

১৩ ভাদ্র, ১৩৩৫
৮১