পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

মহুয়া

বিরক্ত আমার মন কিংশুকের এত গর্ব্ব দেখি’।
নাহি ঘুচিবে কি
অশোকের অতি-খ্যাতি, বকুলের মুখর সম্মান?
ক্লান্ত কি হবে না কবি গান
মালতীর মল্লিকার
অভ্যর্থনা রচি’ বারম্বার?
রে মহুয়া, নামখানি গ্রাম্য তোর, লঘুধ্বনি তা’র,
উচ্চশিরে তবু রাজকুল-বণিতার
গৌরব রাখিস্ ঊর্দ্ধে ধ’রে।
আমি তো দেখেছি তোরে
বনস্পতি গোষ্ঠীমাঝে অরণ্যসভায়
অকুণ্ঠিত মর্য্যাদায়
আছিস্ দাঁড়ায়ে;
শাখা যত আকাশে বাড়ায়ে
শাল তাল সপ্তপর্ণ অশ্বত্থের সাথে
প্রথম প্রভাতে
সূর্য্য অভিনন্দনের তুলেছিস্ গম্ভীর বন্দন

৮৮