পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া

কালো চক্ষুপল্লবের কাছে
থমকিয়া আছে
স্তব্ধ ছায়া পাতি’
হাসির খেলার সাথী
সুগম্ভীর স্নিগ্ধ অশ্রুবারি;
যেন তাহা দেবতারি
করুণা-অঞ্জলি,—
—নাম কি কাজলী?


৯৮