পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া

জয়তী

যেন তা’র চক্ষুমাঝে
উদ্যত বিরাজে
মহেশের তপােবনে নন্দীর তর্জ্জনী।
ইন্দ্রের অশনি
মৌনে তা’র ঢাকা;
প্রাণ তা’র অরুণের পাখা
মেলিল দিনের বক্ষে তীব্র অতৃপ্তিতে
দুঃসহ দীপ্তিতে।
সাধক দাঁড়ায় তা’র কাছে
সহসা সংশয় লাগে যােগ্যতা কি আছে;
দুঃসাধ্য সাধন তরে
পথ খুঁজে মরে।
তুচ্ছতারে দাহে তা’র অবজ্ঞা-দহন;
এনেছে সে করিয়া বহন
ইন্দ্রাণীর গাঁথা মাল্য; দিবে কণ্ঠে তা’র
কার্ম্মুকে যে দিয়েছে টঙ্কার,
কাপট্যেরে হানিয়াছে, সত্যে যার ঋণী বসুমতী,-
—নাম কি জয়তী?


১১০