পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নাম্নী

ঊষসী

ভোরের আগের যে-প্রহরে
স্তব্ধ অন্ধকার ’পরে
সুপ্তি-অন্তরাল হ’তে দূর সূর্য্যোদয়
বনময়
পাঠায় নূতন জাগরণী,
অতি মৃদু শিহরণী
বাতাসের গায়ে;
পাখীর কুলায়ে
অস্পষ্ট কাকলি ওঠে আধো-জাগা স্বরে;
স্তম্ভিত আগ্রহভরে
অব্যক্ত বিরাট আশা ধ্যানে মগ্ন দিকে দিগন্তরে,—
ও কোন্‌ তরুণ প্রাণে করিয়াছে ভর,
অন্তর্গূঢ় সে প্রহর
আত্ম-অগোচর।
চিত্ত তা’র আপনার গভীর অন্তরে
নিঃশব্দে প্রতীক্ষা করে
পবিপূর্ণ সার্থকতা লাগি’।
সুপ্তিমাঝে প্রতীক্ষিয়া আছে জাগি’
নির্ম্মল নির্ভয়
কোন্ দিব্য অভ্যুদয়!

১২১