পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ভাবিনী

ভাবিছ যে-ভাবনা একা-একা
দুয়ারে বসি’ চুপে চুপে
সে যদি সম্মুখে দিত দেখা
মূর্ত্তি ধরি’ কোনো রূপে—
হয়তো দেখিতাম শুকতারা
দিবস পার হ’য়ে দিশাহারা
এসেছে সন্ধ্যার কিনারাতে
সাঁঝের তারাদের দলে,
উদাস স্মৃতিভরা আঁখিপাতে
উষার হিমকণা জ্বলে।


হয়তো দেখিতাম বাদলে যে
এনেছিলো শ্রাবণে বাণী
শরতে জলভার এলো ত্যেজে
শুভ্র সেই মেঘখানি।
চলে সে সন্ন্যাসী দিশে দিশে
রবির আলোকের পিয়াসী সে;

১৩০