পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নববধূ

কোন্ টানে জানা হ’তে অজানায় চলে
আধো হাসি আধো অশ্রুজলে।
ঘর ছেড়ে দিয়ে তবে ঘরখানি পেতে হয় তা’রে
অচেনার ধারে।
ওপারের গ্রাম দেখো আছে ঐ চেয়ে,
বেলা ফুরাবার আগে চলো তরী বেয়ে,
ওই ঘাটে কত বধূ কত শত বর্ষ বর্ষ ধরি’
ভিড়ায়েছে ভাগ্য-ভীরু তরী॥


জনে জনে রচি’ গেল কালের কাহিনী,
অনিত্যের নিত্য প্রবাহিনী।
জীবনের ইতিবৃত্তে নামহীন কর্ম্ম উপহার
রেখে গেল তা’র।
আপনার প্রাণসূত্রে যুগযুগান্তর
গেঁথে গেঁথে চ’লে গেল না রাখি স্বাক্ষর,
ব্যথা যদি পেয়ে থাকে না রহিল কোনো তা’র ক্ষত,
লভিল মৃত্যুর সদাব্রত॥

১৩৭