পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া

তোমার শ্রাবণ পূর্ণিমাতে
বাদল র’য়েছে সাথে সাথে।
হে করুণ ইন্দ্রধনু,
তোমার মানসী তনু
জন্ম নিল আলোতে ছায়াতে


অদৃশ্যের বরণের ডালা,
প্রচ্ছন্ন প্রদীপ তাহে জ্বালা।
মিলন নিকুঞ্জ-তলে
দিয়েছো আমার গলে
বিরহের সূত্রে গাঁথা মালা॥


তব দানে, ওগো আনমনা
দিয়ো মোরে তোমার বেদনা
যে-বন কুয়াষা-ছাওয়া
ঝরা ফুল সেথা পাওয়া,
থাক তাহে শিশিরের কণা॥

৫ ভাদ্র, ১৩৩৬
১৫২