পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

দিনান্তে

বাহিরে তুমি নিলে না মোরে, দিবস গেল ব’য়ে,
তাহাতে মোর যা-হয় হোক্ ক্ষতি
অন্তরে যা দিবার ছিল মিলিছে এক হ’য়ে,
চরণে তব গোপনে তা’র গতি।
লুকায়ে ছিল ছায়াতে ফুল, ভরিল তব ডালি,
গন্ধভরা বন্দনাতে দিয়েছি ধূপ জ্বালি’,
প্রদীপ ছিল মলিন-শিখা, ধোঁয়াতে ছিল কালী,
দীপ্ত হ’য়ে উঠিছে তা’র জ্যোতি।
বাহির হ’তে না যদি লও পূজার এই ডালি
চরণে তব গোপনে তা’র গতি॥

না-হয় তুমি ওপারে থাকো, এপারে আমি থাকি,
নীরব এই নীরস মরুতীরে
অন্ধকারে সন্ধ্যাতারা নয়নে দেয় আঁকি’
সুদূর তব উদার আঁখিটিরে।

১৬৯