পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শেষ মধু

যা-কিছু তা’র আছে দেবার
শেষ ক’রে সব নিবি এবার
যাবার বেলায় যাক্ চ’লে যাক্‌
বিলিয়ে দেবার নেশায় মেতে।
আয়রে ওরে মৌমাছি আয়,
আয়রে গোপন মধুহরা,
চরম দেওয়া সঁপিতে চায়
ঐ মরণের স্বয়ম্বরা॥

চৈত্র?, ১৩৩৩
১৭৫