পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

উজ্জীবন

ভস্ম-অপমান শয্যা ছাড়ো, পুষ্পধনু,
রুদ্র-বহ্ণি হ’তে লহো জ্বলদর্চ্চি তনু।
যাহা স্মরণীয় যাক্ ম’রে,
জাগো অবিস্মরণীয় ধ্যানমূর্ত্তি ধ’রে।
যাহা রূঢ়, যাহা মূঢ় তব
যাহা স্থূল, দগ্ধ হোক্, হও নিত্য নব।
মৃত্যু হ’তে জাগো, পুস্পধনু,
হে অতনু, বীরের তনুতে লহো তনু।

মৃত্যুঞ্জয় তব শিরে মৃত্যু দিলা হানি’,
অমৃত সে-মৃত্যু হ’তে দাও তুমি আনি’।
সেই দিব্য দীপ্যমান দাহ,
উন্মুক্ত করুক্‌ অগ্নি-উৎসের প্রবাহ।
মিলনেরে করুক্ প্রখর
বিচ্ছেদের ক’রে দিক্‌ দুঃসহ সুন্দর।
মৃত্যু হ’তে জাগো, পুষ্পধনু,
হে অতনু বীরের তনুতে লহো তনু॥