পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মায়া

পরশ মম লাগ্‌বে তোমার
কেশে বেশে,
অঙ্গে তোমার রূপ নিয়ে গান
উঠ্‌বে ভেসে।
ভৈরবীতে উচ্ছল গান্ধার,
বসন্ত বাহার,
পূরবী কি ভীমপলাশী
রক্তে দোলে—
রাগরাগিণী দুঃখে সুখে,
যায়-যে গ’লে॥


হাওয়ায় ছায়ায় আলোয় গানে
আমরা দোঁহে
আপন মনে র’চ্‌বো ভুবন
ভাবের মোহে।
রূপের রেখায় মিল্‌বে রসের রেখা,
মায়ার চিত্রলেখা,—
বস্তু-চেয়ে সেই মায়া তো
সত্যতর,
তুমি আমায় আপ্‌নি র’চে
আপন করো॥

২৪ শ্রাবণ, ১৩৩৫
২৫