পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মুক্তি

যেখানে ব’সে সবার কাছাকাছি।
অজানা ভাবে অবুঝ গান
একদা গাহিয়াছি।
প্রাণের মাঝে ছুটে-চলার
ক্ষ্যাপামি এলো ছুটি’,
লাভের লোভ, ক্ষতির ক্ষোভ
সকলি গেল টুটি’॥

ভোরের পাখী নবীন আঁখি দুটি
শুকতারাকে যেমনি ডাকে
প্রাণে সে উঠে ফুটি’।
অরুণ-রাঙা চেতনা জাগে চিতে—
ঝুম্‌কো-লতা জানায় কথা
রঙীন রাগিণীতে।
মনের ’পরে খেলায় বায়ুবেগে
কত-যে মায়া রঙের ছায়া
খেয়ালে-পাওয়া মেঘে;
বুলায় বুকে ম্যাগ্‌নোলিয়া
কৌতূহলী মুঠি,
অতি বিপুল ব্যাকুলতায়
নিখিলে জেগে উঠি’॥

২৭ শ্রাবণ, ১৩৩৫
৩৫